টস জিতে বোলিং করছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১২ এএম, ২৬ জুলাই ২০১৮
টস জিতে বোলিং করছে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতেছে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচের টস জিতে প্রথমে ব্যাট করলেও আজ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি।

সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়ে এক ম্যাচ এগিয়ে থেকে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশ একাদশে আজ কোন পরিবর্তন আনা হয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরিতে পড়া আন্দ্রে রাসেল বাদ পড়েছেন একাদশ থেকে, আর তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন কেমো পাউল।

প্রথম ম্যাচে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ের পর অধিনায়ক মাশরাফির বোলিং ঝড়ে ৪৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচে হারের স্বাদ নেয়ার পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ঘুড়ে দাঁড়ায় বাংলাদেশ।

এদিকে প্রথম ম্যাচে জয় পাওয়ায় আজই সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। তেমনটাই জানালেন মাশরাফি বিন মর্তুজাও।

বাংলাদেশ দল
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসাইন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ দল
জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, এভিন লুইস, শেই হোপ, জেসন মোহাম্মদ, শিমরন হেটমায়ার, কেমো পাউল, রোভম্যান পাওয়েল, অ্যাশলি নার্স ও আলজারি জোসেফ।


শেয়ার করুন :


আরও পড়ুন

হতাশা কাটিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

হতাশা কাটিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

১১ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-সাকিব

১১ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-সাকিব

টি-টোয়েন্টি সিরিজে ডাক পেলেন সৌম্য-আরিফুল

টি-টোয়েন্টি সিরিজে ডাক পেলেন সৌম্য-আরিফুল

জয়ের ধারা অব্যাহত রাখতে চান মাশরাফি

জয়ের ধারা অব্যাহত রাখতে চান মাশরাফি