আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন আফিফ-নাঈম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৭ জুন ২০২৩
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন আফিফ-নাঈম

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ওয়ানডে দলে ফিরেছেন তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব এবং নাঈম শেখ। বিপরীতে সর্বশেষ দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার, ইয়াসির আলী, মৃত্যুঞ্জয় চৌধুরী। এছাড়া পবিত্র হজ পালনে থাকায় ঘরের মাঠে এ সিরিজেও মাহমুদউল্লাহ রিয়াদের খেলা হচ্ছে না।

শনিবার (১৭ জুন) আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়ে টেস্ট ম্যাচ জয়ের পর ঈদের পর অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে বিসিবি। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

তিন ম্যাচ সিরিজের ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসন ধ্রুব, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ। দলে ফেরা তাসকিন আহমেদ ইনজুরির কারণে বাদ পড়লেন আফিফ-নাঈম বাদ পড়েছিলেন পারফম্যান্সের কারণে।

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন আফিফ।অবশেষে বিশ্বকাপের আগে নির্বাচকদের মন জয় করতে পেরেছেন এবং বিশ্বকাপের আগে নিজেকে প্রামাণ করার দারুণ সুযোগ পাচ্ছেন টাইগার এ ব্যাটার।

ইংল্যান্ডের মাটিতে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন তিনজন। তারা হলেন- রনি তালুকদার, ইয়াসির আলী, মৃত্যুঞ্জয় চৌধুরী। এছাড়া বিশ্বকাপে রাখা না রাখার আলোচনায় থাকা অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও এ সিরিজে নেই। অবশ্য পবিত্র হজ পালন করতে রিয়াদ বর্তমানে সৌদি আবরে রয়েছেন।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ঈদের পর ৫ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। একই মাঠে বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে ৮ ও  ১১ জুলাই।

বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনাযক), লিটন কুমার দাম, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ।


শেয়ার করুন :