বাংলাদেশকে আটে নামিয়ে দিয়ে সাত নম্বরে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশকে আটে নামিয়ে দিয়ে সাত নম্বরে শ্রীলঙ্কা

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে অষ্টমস্থানে নেমে গেল বাংলাদেশ। টাইগারদের সরিয়ে সপ্তম স্থানে উঠেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের আগেই র‌্যাংকিংয়ে পতন হলো বাংলাদেশ দলের।

চলমান এশিয়া কাপে গ্রুপ ও সুপার ফোর পর্বে দু’টি করে ম্যাচ খেলে মাত্র ১টি জয় পায় বাংলাদেশ। এমন বাজে পারফরমেন্সের প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে। টুর্নামেন্টে তিন হারে রেটিং পয়েন্ট হারিয়েছে টাইগাররা। আর পাকিস্তানকে হারিয়ে রেটিং পয়েন্ট বাড়িয়ে সপ্তম স্থানে উঠে শ্রীলঙ্কা।

৯২ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে অষ্টম স্থানে আছে বাংলাদেশ। সুপার ফোরে ভারতকে হারাতে পারলে আবারও সপ্তম স্থানে উঠবে বাংলাদেশ। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার কাছে হারে র‌্যাংকিংয়ে তিন নম্বরে নেমে গেছে পাকিস্তান। তাদের রেটিং পয়েন্ট ১১৫। ১ রেটিং পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত।

তবে র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার সুযোগ আছে ভারতের। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে জয় এবং দক্ষিণ আফ্রিকার কাছে অস্ট্রেলিয়া হারলেই শীর্ষে উঠবে ভারত।



শেয়ার করুন :