বিশ্বকাপে টাইগারদের ছক্কা হাঁকানোর শীর্ষে মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ১৯ অক্টোবর ২০২৩
বিশ্বকাপে টাইগারদের ছক্কা হাঁকানোর শীর্ষে মাহমুদউল্লাহ

ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ছক্কার মালিক এখন মাহমুদউল্লাহ রিয়াদ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৩টি ছক্কা হাঁকিয়ে এ রেকর্ড নিজের করে নিয়েছেন অভিজ্ঞ এ ক্রিকেটার।

চলমান বিশ্বকাপে বাংলাদেশের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে ৩টি করে চার-ছক্কায় ৩৬ বলে ৪৬ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। এ ইনিংসে ৩টি ছক্কায় বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ওভার বাউন্ডারির মালিক বনে যান রিয়াদ।

বিশ্বকাপে ১৭ ইনিংসে বাংলাদেশের পক্ষে এখন সর্বোচ্চ ১৬টি ছক্কার মালিক মাহমুদউল্লাহ। এতে পেছনে পড়ে গেছেন বাংলাদেশের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ৩২ ইনিংসে ১৩টি ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন তিনি।

এছাড়া ১০টি ছক্কা নিয়ে তৃতীয় স্থানে আছেন অধিনায়ক সাকিব আল হাসান। যদিও ভারতের বিপক্ষে এ ম্যাচে খেলেননি তিনি। ইনজুরির কারণে মাঠের বাইরে বসেই রিয়াদ মুশফিকদের খেলা দেখতে হয়েছে তাকে। সাকিব না থাকায় ম্যাচটিতে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।


শেয়ার করুন :