ইনজুরিতে বিপর্যস্ত নিউজিল্যান্ড, ডাক পেলেন জেমিসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫১ পিএম, ০২ নভেম্বর ২০২৩
ইনজুরিতে বিপর্যস্ত নিউজিল্যান্ড, ডাক পেলেন জেমিসন

পেস বোলার ম্যাট হেনরির ব্যাক-আপ হিসেবে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে আবারও ডাক পেয়েছেন কাইল জেমিসন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন হেনরি। এর আগে টিম সাউদির কভার হিসেবে দলের সাথে ভারতে ছিলেন জেমিসন।

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড কলেছেন, হেনরির স্ক্যান রিপোর্ট পেতে একদিন সময় লাগবে। আরেক ফাস্ট বোলার লোকি ফার্গুসনও পেশীর ইনজুরিতে ভুগছেন। এ অবস্থায় ফাস্ট বোলিং বিভাগ নিয়ে কোন ঝুঁকি নিতে চাচ্ছে না দলীয় ব্যবস্থাপনা।

সেমিফাইনালের পথে গ্রুপ পর্বে আর মাত্র দুটি ম্যাচ বাকি আছে কিউইদের। এ অবস্থায় আবারও জেমিসনকে বেঙ্গালুরুতে উড়িয়ে নেওয়া হয়েছে। শনিবার পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে কিউইরা।

স্টিড বলেন, “ম্যাট হেনরির ইনজুরি নিয়ে আমরা কিছুটা দুঃশ্চিন্তায় রয়েছি। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে আমাদের জয়ের বিকল্প নেই। এ অবস্থায় দল নিয়ে কোন পরীক্ষা চালানো ঠিক হবে না। ওয়ানডে ক্রিকেটে গত দুটি বিশ্বকাপের মাঝে ম্যাটই আমাদের দলের বোলিংয়ে মূল ভরসা ছিল। সে কারণে তার স্ক্যান ফলাফল নিয়ে আমরা আশায় আছি।”

২৮ বছর বয়সী জেমিসন ১৩ ওয়ানডেতে এখন পর্যন্ত ১৪ উইকেট নিয়েছেন। ভারতীয় কন্ডিশনে তার মানিয়ে নেবার ব্যপারেও স্টিড আশাবাদী। এ সম্পর্কে কিউই কোচ বলেন, “আবারও তাকে দলে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। শুক্রবার সে দলের সাথে অনুশীলন করবে।”


শেয়ার করুন :