ওয়ানডেতে পেসারদের প্রতিই আস্থা ম্যাশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৮
ওয়ানডেতে পেসারদের প্রতিই আস্থা ম্যাশের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে পেসারদের তেমনে আধিপত্য না থাকলেও সীমিত অভাবে অধিনায়ক মাশরাফি পেসারদের প্রতিই আস্থা রাখছেন। শনিবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি।

বছরের শেষ ওয়ানডে সিরিজ খেলতে রোববার বেলা ১টায় মাঠে নামছেন মাশরাফিরা। প্রতিপক্ষ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ। সফরকারী ক্যারিবীয়দের বিপক্ষে জয় দিয়ে বছর শেষ করতে চান টাইগার ওয়ানডে অধিনায়ক।

সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমাদের পেস বোলাররা ভাল ব্যাকআপ করছে। আপনি যদি ২০১৫ থেকে দেখেন, আমরা একটা ছন্দে খেলছি। তিনজন পেস বোলার সব সময় খেলিয়েছি। এমনকি কখনো চারজন খেলানো হচ্ছে। কাজেই টেস্ট ম্যাচের উপর নির্ভর করে আপনি কোন সিদ্ধান্তে আসতে পারবেন না।

তিনি বলেন, ‘আপনি বরাবরের মতই তিনজন পেস বোলার খেলাব। এবং খেলাতে চাই এটা নিশ্চিত। তিনজন ফাস্ট বোলার নিয়ে এমনকি ফ্ল্যাট উইকেটেও আমরা খেলেছি, ভালো করেছি।’

ম্যাচে কতটুকু স্পিন সহয়াক হবে সেটা নিয়েও কথা বলেন তিনি। ম্যাশ বলেন, ‘শিশির কতটা প্রভাব ফেলবে সেটা কিন্তু অনেক কিছু ম্যাটার করে।  আসলে দিন রাতের খেলায় এই সময়ে শিশিরের প্রভাব খুব খুব গুরুত্বপূর্ণ। স্পিনাররা আসলে কতটুকু সাহায্য পাবে।’

ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী কে? এই প্রশ্নের জবাব খুঁজতে হবে বাকি তিন ওপেনার লিটন দাস, ইমরুল কায়েস ও সৌম্য সরকারের মধ্যে। সে ক্ষেত্রে ওপেনারদের কি নিচে ব্যাটিং করতে দেখা যাবে? মাশরাফি জবাব দিলেন হাসিমুখে, ‘হতে পারে, অনেক কিছুই হতে পারে। কিছুই বলা যাচ্ছে না। এক বা একাধিক দেখা যেতে পারে। সাম্প্রতিক অতীতে কিন্তু কয়েকজন এভাবে ব্যাটিং করেছে। ইমরুল ছয়ে ব্যাটিং করে অসাধারণ করেছে। সৌম্যও ফাইনালে সাতে নেমে ভালো করেছে। আলোচনা করে ঠিক করতে হবে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

মোসাদ্দেকের সেঞ্চুরি, জয় পেল বাংলাদেশ

মোসাদ্দেকের সেঞ্চুরি, জয় পেল বাংলাদেশ

৫৩ বছরের রেকর্ড ভাঙলেন উইলিয়ামসন

৫৩ বছরের রেকর্ড ভাঙলেন উইলিয়ামসন

আগের চেয়ে ভালো আছেন চামেলী

আগের চেয়ে ভালো আছেন চামেলী