ডিপিএলে কার কত মূল্য?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯
ডিপিএলে কার কত মূল্য?

মার্চের শুরুতে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগামী সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। লটারির মাধ্যমে খেলোয়াড়দের দলে ভেড়াবে ঢাকার ১২টি শীর্ষ ক্লাব।

‘আইকন’ না রাখায় ‘এ’ প্লাসই এবার শীর্ষ ক্যাটাগরি। যেটিতে থাকা খেলোয়াড়রা পাবেন ন্যূনতম ২৫ লাখ থেকে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা।

‘এ’ প্লাস ক্যাটাগরিতে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ছাড়াও আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, লিটন দাসের মতো ক্রিকেটার।

পুরো তালিকা এখনো প্রকাশিত না হলেও এদের নাম উল্লেখ করে শনিবার প্লেয়ার্স ড্রাফটের খুটিনাটি তুলে ধরেন লিগের আয়োজক ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) ইনচার্জ তৌহিদ মাহমুদ। সংবাদমাধ্যমকে তিনি জানান, শীর্ষ ক্যাটাগরির খেলোয়াড়দের মাঝে চাহিদা অনুযায়ী থাকবে মূল্যের তারতম্য।

প্লেয়ার্স ড্রাফটের আগেই অবশ্য ‘এ’ প্লাস ক্যাটাগরির কয়েকজন ক্রিকেটারকে রেখে দিয়েছে তাদের আগের ক্লাব। যার মধ্যে অন্যতম নাম মাশরাফী। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীর তাঁবুতেই থাকছেন এ পেসার। ইমরুল কায়েসকে রিটেইন করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

গত আসরে খেলা দশটি ক্লাব ৩ জন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে নিজেদের দলে। সে তালিকাও সিসিডিএমের কাছে পাঠিয়ে দিয়েছে ক্লাবগুলো। প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে ওঠা দুটি ক্লাব ৩ জন করে খেলোয়াড় তাদের দলে নিয়ে নেবে ড্রাফটের আগেই।

নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার কিছুটা সময় বিশ্রাম নিয়ে ডিপিএলের শেষ দিকে নামবেন মাঠে। তবে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে পাওয়া যাবে না। তারা বিশ্বকাপের জন্য ফিটনেস নিয়ে কাজ করবেন এই সময়টাতে। নিজেদের নাম প্রত্যাহার চেয়ে বিসিবির কাছে আবেদন করায় তাদের নাম থাকছে না ড্রাফটে।

ডিপিএল না খেলার তালিকায় যোগ হতে পারেন সাকিব আল হাসানও। চোটে থাকা এ অলরাউন্ডার সুস্থ হলে খেলবেন নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজ। এপ্রিলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নামবেন আইপিএল খেলতে। দুটির মাঝে প্রিমিয়ার লিগে সাকিবের নামার সম্ভাবনা তাই কম।

ডিপিএলের প্লেয়ার্স ড্রাফট নিয়ে তৌহিদ মাহমুদ জানান, ‘১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রিটেইন খেলোয়াড়দের তালিকা দেয়ার ডেডলাইন ছিল। আমাদের মোট ১২টি ক্লাবের মধ্যে ১০টি ক্লাব রিটেইন খেলোয়াড়দের নাম জানিয়েছে। আর বাকি যে দুইটা ক্লাব ছিল, গতবার যারা প্রথম বিভাগ থেকে এসেছে, উত্তরা স্পোর্টিং এবং বিকেএসপি, তারা তাদের সবশেষ স্কোয়াড থেকে অর্থাৎ ফার্স্ট ডিভিশন থেকে রিটেইন করেনি।’

‘তাদের জন্য আমাদের প্রাথমিকভাবে একটা ড্রাফট কল করতে হবে। যেটা আজকে (শনিবার) বিকালেই হবে। তারা তিনটা করে কল করার সুযোগ পাবেন। এখানে তিনজন তিনজন করে ছয় জন ও মোট ৩৬ জন খেলোয়াড়ের নাম বাদ দিয়ে আমরা ফাইনাল তালিকটা সাবমিট করব আজ-কালের মধ্যে।’-বলেন সিসিডিএম প্রতিনিধি।


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটসম্যানদের সাথে কন্ডিশনকেও দুষলেন মাশরাফি

ব্যাটসম্যানদের সাথে কন্ডিশনকেও দুষলেন মাশরাফি

সিরিজ জিতে নিউজিল্যান্ডের উন্নতি, টাইগারদের অবনতি

সিরিজ জিতে নিউজিল্যান্ডের উন্নতি, টাইগারদের অবনতি

‘ডাবল সেঞ্চুরি’র ম্যাচে মুশফিকের ২৪

‘ডাবল সেঞ্চুরি’র ম্যাচে মুশফিকের ২৪

আবারও সেই মিঠুন

আবারও সেই মিঠুন