‘ডাবল সেঞ্চুরি’র ম্যাচে মুশফিকের ২৪

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৬ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯
‘ডাবল সেঞ্চুরি’র ম্যাচে মুশফিকের ২৪

ছবি: ক্রিকইনফো

ক্যারিয়ারের সেরা মাইলফলকের ম্যাচটি ব্যাট হাতে স্মরণীয় করে রাখতে পারলেন না মুশফিকুর রহিম। নিজের ওয়ানডে ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলতে নেমে মাত্র ২৪ রান করে আউট হয়েছেন।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও মুশফিক একই ভাবে বোল্ট হয়ে সাজঘজে ফিরেন। তবে তিনি রান যতই করেন না কেন, ওয়ানডে ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলে বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রেকর্ড বই নাম লিখালেন। এমন রেকর্ড বাংলাদেশের শুধু এক জনেরই আছেন। তিনি হলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ওয়ানডে অভিষেক হয় মুশফিকের। এরপর থেকেই দলের নিয়মিত সদস্য তিনি। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবেই দলের অপরিহার্য খেলোয়াড় হয়ে উঠেন মুশফিক।

২০১১ সালে আরও বড় দায়িত্ব পান তিনি। টেস্ট, ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়ক মনোনিত হন মুশফিক। ২০১৭ সাল পর্যন্ত টেস্ট দলের অধিনায়ক থাকলেও, ২০১৪ সালে ওয়ানডে ও টি-২০ দলের দায়িত্ব থেকে মুশফিককে সরিয়ে দেয়া হয়।

তারপরও দলের ব্যাটিং লাইন-আপের মেরুদন্ড মুশফিক। কঠিন পরিস্থিতির মাঝেও দলকে বহু ম্যাচে লড়াইয়ে ফিরিয়েছেন তিনি। এমনকি কিছু ম্যাচে জয়ের কাজটা দায়িত্ব নিয়েই সেরেছেন ৩১ বছর বয়সী মুশফিক।

এখন পর্যন্ত ১৯৯ ওয়ানডেতে ৬টি সেঞ্চুরিতে ৫৩৫১ রান করেছেন মুশফিক। ব্যাটিং গড়- ৩৪ দশমিক ৭৪। উইকেটের পেছনে ১৬৪টি ক্যাচ ও ৪২টি স্টাম্পিং করেছেন মুশফিক।

এছাড়াও ৬৬টি টেস্টে ৪০০৬ রান ও ৭৭টি টি-২০তে ১১৩৮ রান করেছেন মুশফিক।


শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও সেই মিঠুন

আবারও সেই মিঠুন

মাইলফলকের পথে মুশফিক

মাইলফলকের পথে মুশফিক

ক্রাইস্টচার্চে বৃষ্টির হানা

ক্রাইস্টচার্চে বৃষ্টির হানা

বৃষ্টি আর ঠান্ডা ভোগাচ্ছে মাশরাফিদের

বৃষ্টি আর ঠান্ডা ভোগাচ্ছে মাশরাফিদের