টানা অষ্টমবারের মতো প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯
টানা অষ্টমবারের মতো প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন

দেশের একমাত্র ক্রীড়াবান্ধব সফল প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ টানা অষ্টমবারের মতো প্রিমিয়ার লিগের (ডিপিএল) টাইটেল স্পন্সর হচ্ছে।

সূত্রে জানা গেছে, সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে শুরু হবে ডিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে আনুষ্ঠানিকভাবে দেশের শীর্ষ ইলেক্ট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের নাম ঘোষণা করা হবে।

টুর্নামেন্টের পাওয়ার স্পন্সর হিসেবে থাকছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। ফলে টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ‘ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০১৮-১৯ পাওয়ার্ড বাই মার্সেল’।

সব ঠিক থাকলে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৫০ ওভারের টুর্নামেন্ট ডিপিএল শুরু হবে আগামী ১ মার্চ। গতবার ডিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী লিমিটেড। ১২ দলের টুর্নামেন্টে এবার নবাগত দুই দল উত্তরা স্পোর্টিং ক্লাব ও বিকেএসপি।

উল্লেখ্য, ১৯৭৭ সালে ওয়ালটন গ্রুপ যাত্রা শুরুর পর থেকে দেশের বিভিন্ন পন্য বিদেশে রপ্তানি করছে। যা দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে ব্যাপক ভূমিকা রাখছে। গ্রুপটির বর্তমান চেয়ারম্যান এস এম নুরুল ইসলাম রিজভি। যিনি একজন ক্রীড়াবান্ধব ব্যাক্তি। তাই দেশের ক্রীড়াঙ্গনে কে উন্নতির লক্ষ্যে প্রায় সব সময় তাঁর প্রতিষ্ঠান ক্রীড়ার পাশে থাকে।


শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকা প্রিমিয়ারে সর্বোচ্চ পারিশ্রমিক মাশরাফি-মাহমুদউল্লাহর   

ঢাকা প্রিমিয়ারে সর্বোচ্চ পারিশ্রমিক মাশরাফি-মাহমুদউল্লাহর  

ডিপিএলে কার কত মূল্য?

ডিপিএলে কার কত মূল্য?

চলতি মাসে ডিপিএলের প্লেয়ার্স ড্রাফট, টুর্নামেন্ট শুরু ১ মার্চ

চলতি মাসে ডিপিএলের প্লেয়ার্স ড্রাফট, টুর্নামেন্ট শুরু ১ মার্চ

ডিপিএলে ক্রিকেটারদের সর্বোচ্চ মূল্য ২৮ লাখ

ডিপিএলে ক্রিকেটারদের সর্বোচ্চ মূল্য ২৮ লাখ