বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকছে না কোন চমক

সাইফুল ইসলাম সানী সাইফুল ইসলাম সানী প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২৬ মার্চ ২০১৯
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকছে না কোন চমক

ফাইল ছবি

আগামী ৩০ মে থেকে পর্দা উঠছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। তাই সবার দৃষ্টি এখন বাংলাদেশের স্কোয়াডের দিকে। কারা কারা খেলছেন বিশ্বকাপে, সবার আগ্রহ সে দিকেই। এখনই জানা যাচ্ছে না বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। তবে দলে নতুন কোন চমক থাকছে না যে, এটা মোটামুটি নিশ্চিত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন মঙ্গলবার সাংবাদিকের মুখোমুখি হয়ে এমনটাই ইঙ্গিত দিয়েছেন।

বিসিবির সূত্র মতে, বিশ্বকাপ দলের নাম পাঠানো ক্ষেত্রে পরিবর্তন এনেছে আইসিসি। ৩০ এপ্রিলের মধ্যে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দলের নাম পাঠাতে হবে। তবে ২২ মে পর্যন্ত খেলোয়াড়ের নাম পরিবর্তন করা যাবে। আর ২২ মে‘র পর কোন খেলোয়াড় ইনজুরি হলে, তার পরির্বতে নতুন খেলোয়াড় পাঠানো যাবে। তাই বিশ্বকাপের জন্য বাংলাদেশের লাল সবুজ জার্সি পড়ে কে কে খেলার সুযোগ পাচ্ছেন তা এখনই প্রকাশ করছে না বিসিবি।

তবে সবার ধারণা ছিল, বিশ্বকাপ দলে নতুন কোন খেলোয়াড় দলে ডাক পেতে পারেন। কিন্তু তেমনটার কোন সম্ভাবনাই নেই বললেই চলে।

নাজমুল হাসান পাপন বলেন, ‘‘একেবারে নতুন কারো দলে ডাক পাওয়ার সম্ভাবনা খুবই কম। ঘরোয়া লিগে একটা নতুন ছেলে যতই ভালো করুক না কেন, আন্তর্জাতিক ম্যাচ খেলার মধ্যে পার্থক্য রয়েছে। এছাড়া  ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ওই সব জায়গার কন্ডিশনে খেলাটা নতুন ছেলের জন্য কঠিন। তবে আমাদের এশিয়া মহাদেশে খেলা হতো, তাহলে অন্য একটা কথা ছিল। ঘরোয়াতে যতই ভালো করুক, হঠাৎ নতুন কেউ এসে সরাসরি বিশ্বকাপ খেলবে, এমন সম্ভাবনা খুবই কম।’’

বাংলাদেশ স্পিন বোলিংয়ে রাজত্ব করলেও বাংলাদেশে বর্তমানে নেই কোন আন্তর্জাতিক মানের লেগ স্পিনার। বিসিবির সভাপতিও জানালে সেই ঘাটতির কথা। ‘‘মূল সমস্যা হলো আমাদের লেগ স্পিনার নাই। প্রতিটি দলের প্রধান হাতিয়ার হলো লেগ স্পিনার। বাংলাদেশ এক মাত্র দেশ যার কোন লেগ স্পিনার নেই। আমরা লেগ স্পিনারে জন্য কথা বলছি। হয়তো এই মূহুর্তে লেগ স্পিনার দিতে পারবো না। যত দ্রুত সম্ভব আমরা দুই চারজনকে প্রস্তুত করতে চায়, যেন আগামী বছর থেকেই তাদের আমরা টেস্ট করতে পারি।’’

বিশ্বকাপের দলে কে কে খেলছেন তার একটা ধারণা দিয়েছেন বিসিবির সভাপতি। ‘‘আমিও জানি না কে কে থাকছে দলে। আমরা তো ১৫ জনের একটা টিম পাঠাবো। তবে আমার ধারণা, তামিম, সৌম্য, লিটন, সাকিব, মুশফিক, রিয়াদ তো আছে। আর আমাদের তো তিনটা ফাস্ট বোলারকে খেলাতে হবে। মোস্তাফিজ, মাশরাফি ও রুবেল আছেই। এছাড়া আছে সাইফুদ্দিন ও তাসকিন। আমাদের আর স্পিনার নিতে হবে। মিরাজ তো আছেই। আমাদের অবশ্যই মিডল অর্ডারের জন্য একটা ব্যাকআপ লাগবে। সেখানে মিঠুনের ও সাব্বির থাকতে পারে।’’


শেয়ার করুন :


আরও পড়ুন

মহান স্বাধীনতা দিবসে ক্রিকেটারদের বার্তা

মহান স্বাধীনতা দিবসে ক্রিকেটারদের বার্তা

ইংল্যান্ডেও টাইগারদের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে!

ইংল্যান্ডেও টাইগারদের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে!

বত্রিশে পা দিলেন সাকিব

বত্রিশে পা দিলেন সাকিব

মাঠে ফিরেই নতুন ইচ্ছার কথা জানালেন তাসকিন

মাঠে ফিরেই নতুন ইচ্ছার কথা জানালেন তাসকিন