মাঠে ফিরেই নতুন ইচ্ছার কথা জানালেন তাসকিন

সাইফুল ইসলাম সানী সাইফুল ইসলাম সানী প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২৩ মার্চ ২০১৯
মাঠে ফিরেই নতুন ইচ্ছার কথা জানালেন তাসকিন

প্রায় দেড় মাস পর মাঠে ফিরে দৌড়ানোর পাশাপাশি ব্যাটিংও করেছেন তাসকিন। ছবি: স্পোর্টস মেইল২৪

শুধু বোলিংয়ে নয়, ব্যাটিংয়েও সমান পারদর্শী হতে চান তাসকিন আহমেদ। প্রায় দেড় মাস পর শনিবার মাঠে ফিরেই বোলিং নয়, করেছেন ব্যাটিং।

দুপুরে বিসিবির একাডেমি মাঠে প্রায় আধা ঘন্টা দৌড়ান। এরপর শুধু করেন ব্যাটিং। ব্যাটিংও করেছেন প্রায় আধা ঘন্টা মতো।

পহেলা ফেব্রুয়ারী বিপিএলে চিটাগং ভাইকিংসের ইনিংসের ১০ম ওভারে অলক কাপালির বলে অং অফে ছক্কা হাঁকান মোসাদ্দেক হোসেন সৈকত। উড়ে আসা বলটিকে তালুবন্দি করতে দ্রুত দৌড়াতে গিয়ে বাউন্ডারির ঠিক কাছে এসে পা মচকে যায় তাসকিনের।

এরপর থেকে ইনজুরির কারণে তিনি মাঠ থেকে ছিটকে যান। প্রায় দেড় মাসের মতো মাঠের বাইরে ছিলেন তাসকিন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ডাক পেলেও ইনজুরির কারণে পরে তিনি নিজের নাম প্রত্যাহার করে নেন।

taskin

তবে মাঠে ফিরে এসে জানালেন নতুন তথ্য, হতে চান মাশরাফির মতো অলরাউন্ডার। ‌‌‌‘‘বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও রপ্ত করতে চাচ্ছি। আমি মাশরাফি ভাইয়ের মতো অলরাউন্ডার হতে চাই।’’

তবে কি তিনি এখন ব্যাটিং নিয়ে থাকবেন? জানালেন তাসকিন, ‘‘সমস্যা ছাড়া রানিং শেষ করতে পেরেছি, তাই ভালো লাগছে অনেক। এভাবে সব কিছু ঠিক ঠাক চললে আল্লাহর রহমতে এ মাসেই বোলিং শুরু করা সম্ভব।’’

বোলার তাসকিনের ব্যাটিং রেকর্ডে দিকে তাকালে দেখা যায়, তিনি ৩২টি ওয়ানডে ম্যাচ খেলে ৪১ রান, ৫ টেস্ট খেলে ৬৮ এবং ১৯ টি-২০ খেলে ২৯ রান করেছেন।

এছাড়া বোলিংয়ে ৩২টি ওয়ানডে ম্যাচ খেলে ৪৫, ৫ টেস্ট খেলে ৭ উইকেট এবং৩২ টি-২০ খেলে ৪৫ উইকেট নিয়েছেন।

২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় টি-২০ ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় এ পেসারের।


শেয়ার করুন :


আরও পড়ুন

তাসকিনের একমাত্র লক্ষ্য বিশ্বকাপ

তাসকিনের একমাত্র লক্ষ্য বিশ্বকাপ

আইপিএল খেলতে সাকিবের দেশ ত্যাগ

আইপিএল খেলতে সাকিবের দেশ ত্যাগ

বিজয়ের ‘হ্যাটট্রিক’ সেঞ্চুরি

বিজয়ের ‘হ্যাটট্রিক’ সেঞ্চুরি

ছক্কা মেরে শেখ জামালকে জেতালেন এনামুল

ছক্কা মেরে শেখ জামালকে জেতালেন এনামুল