সবার আগে সুপার সিক্সে রূপগঞ্জ

সাইফুল ইসলাম সানী সাইফুল ইসলাম সানী প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১০ এপ্রিল ২০১৯
সবার আগে সুপার সিক্সে রূপগঞ্জ

ফাইল ছবি

ঢাকা প্রিমিয়ার লিগে সুপার সিক্স নিশ্চিত করলো লিজেন্ড অব রূপগঞ্জ। উত্তরা স্পোর্টিং ক্লাবকে ৯ উইকেটে হারিয়ে সবার আগে সবার আগে সুপার সিক্সে পা রাখলো তাসকিন-মমিনুলরা।

রূপগঞ্জের দুর্দান্ত বোলিংয়ে আগে ব্যাট করে উত্তরা ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৮০ রান তুলে। সহ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে টাপুটে ব্যাটিং শুরু করে লিজেন্ড অব রূপগঞ্জ।

ওপেনার মেহেদি মারুফ ও মোহাম্মদ নাঈম শুরুতে দুর্দান্ত জুটি গড়েন। ২৪ ওভারে দুজনে ৯৬ রানের জুটি গড়েন। এ জুটি ভাঙেন মহেমিনুল খান। ব্যাক্তিগত ৬৩ রান করে আউট হন নাঈম।

নাঈম ফিরে যাওয়ার পর মমিনুল হককে সাথে নিয়ে জুটি গড়েন মারুফ। দুজন মিলে রানের গতি সচল রাখেন। ৯৬ রানের এ জুটিতেই জয় পায় রূপগঞ্জ।

১১৪ বলে ৬৩ রানের কিপটে ইনিংস খেলন। এছাড়া মমিনুল অর্ধশতক থেকে ৩ রানের দূরে ছিলেন। তিনি ৫৩ বলে ৪৭ রান করে অপরাজীত ছিলেন। উত্তরার হয়ে এক মাত্র উইকেট পান মহেমিনুল খান।

এর আগে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার টসে জিতে উত্তরাকে ব্যাটিংয়ে পাঠায় রূপগঞ্জ। ব্যাটিংয়ে নেমে দলীয় ৯ রানেই উইটেক হারায় উত্তরা। তবে তানজিদ হাসান ১ রানে ফিরে গেলেও আনিসুল ইসলাম ইমন ও শানাজ আহমেদ দুর্দান্ত জুটি গড়েন। দুজনে মিলে করেন ৮১ রান।

৭৩ বলে ৫৫ রান করে আউট হন ইমন। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে উত্তরা। তবে মিনহাজুল আবেদিন ৩৭ এবং শাকির হোসেন ৩৩ রান করেন। ফলে ১৮০ রানে লক্ষ্য দেয় উত্তরা।

রূপগঞ্জের হয়ে নাবিল সামাদ ৩ এবং রিসি দাওয়া ২টি উইকেট নেন। এছাড়া মোহাম্মদ শহীদ একটি উইকেট পান। ম্যাচ সেরা হন নাবিল সামাদ।


শেয়ার করুন :


আরও পড়ুন

২ হাজারে দেখা যাবে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

২ হাজারে দেখা যাবে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ফেরার ম্যাচে শূন্য হাতে তাসকিন

ফেরার ম্যাচে শূন্য হাতে তাসকিন

তৃতীয় শতকের দেখা পেলেন মোসাদ্দেক

তৃতীয় শতকের দেখা পেলেন মোসাদ্দেক

সঞ্জিত-শামসুরের নৈপুণ্যে গাজীর জয়

সঞ্জিত-শামসুরের নৈপুণ্যে গাজীর জয়