এবার ওয়ানডে মর্যাদা পেল নামিবিয়া ও পাপুয়া নিউগিনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০২ এএম, ২৭ এপ্রিল ২০১৯
এবার ওয়ানডে মর্যাদা পেল নামিবিয়া ও পাপুয়া নিউগিনি

মুসলিম দেশ ওমান ও ডোনাল ট্রাম্পের যুক্তরাষ্ট্র আইসিসির ওয়ানডে মর্যাদা পাওয়ার পর এবার সেই তালিকায় যোগ হল নামিবিয়া ও পাপুয়া নিউগিনি। শনিবার আইসিসি এই দুদেশ কে ওয়ানডের মর্যাদা দেয়।

নামিবিয়ার উইন্ডহোকে অনুষ্ঠিত বিশ্বকাপ লিগ ডিভিশন-২’এর বাছাইপর্বের ম্যাচে হংকংকে ১৫১ রানের বড় ব্যাবধানে হারায় নামিবিয়া।

প্রথমে ব্যাট করতে নেমে কোটেজ ১৪৮, বার্ড ১২২ এবং স্মিথের ৬১ রানে অপরাজীত থাকার সুবাদে তিন উইকেটে হারিয়ে নামিবিয়ি ৩৯৬ রানের পাহাড় সমান লক্ষ্য দেয়। জাবাবে ব্যাট করতে নেমে খুব একটা সুবিো করতে পারেনি হংকহংক। মাত্র ২৪৫ রানে ঘুটিয়ে যায় তারা। হংকংয়ের হয়ে নাথ ৭৬, কানচিথ ৫৬ রান করেন।

হংকংকে হারানো সুবাদে আইসিসি নামিবিয়াকে ওয়ানডের মর্যাদা দেয়।

অপর ম্যাচে, পাপুয়া নিউগিনি ১৪৫ রানের বড় ব্যবধানে হারায় ওমানকে। প্রথমে ব্যাট করে পাপুয়া নিউগিনি ৮ উইকেট হারিয়ে ২২১ রান তোলে। লক্ষে ব্যাট করতে নেমে ওমান ৭৬ রানেই অলআউট হয়ে যায়। এ জয়ে পাপুয়া নিউগিনিকেও ওয়ানডে মর্যাদা দেয় আইসিসি।

গত বুধবার হংকংকে ৮৪ রানে হারিয়েছে আইসিসি’র সহযোগী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং স্বাগতিক নামিবিয়াকে ৪ উইকেট হারিয়ে ওমান আইসিসির ওয়ানডে মর্যাদা পায়।


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার বিশ্বকাপ ক্যাম্প বাতিল

শ্রীলঙ্কার বিশ্বকাপ ক্যাম্প বাতিল

বিশ্বকাপে জিম্বাবুয়ের আম্পায়ার থাকলেও নেই বাংলাদেশের

বিশ্বকাপে জিম্বাবুয়ের আম্পায়ার থাকলেও নেই বাংলাদেশের

আইসিসি’র পাঁচ চমকে মোসাদ্দেক

আইসিসি’র পাঁচ চমকে মোসাদ্দেক

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচে সেই আলিম দার-রড টাকার

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচে সেই আলিম দার-রড টাকার