জয় পেতে বাংলাদেশের লক্ষ্য ২৬২

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ০৭ মে ২০১৯
জয় পেতে বাংলাদেশের লক্ষ্য ২৬২

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে ২৬১ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে তারা এ রান সংগ্রহ করে।

মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ডাবলিনের ক্যাসল এভিনিউর ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওয়েন্ট ইন্ডিজ। ব্যাট হাতে ওপেনার শাই হোপের সেঞ্চুরি (১০৯), রোস্টন চেজের হাফ সেঞ্চুরি (৫১) এবং সুনিল এ্যাম্ব্রিসের ৩৮ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬১ রান করে ক্যারিবিয়রা।

বল হাতে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি তিনটি, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট নেন।

সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়ে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে সিরিজের এটাই বাংলাদেশের প্রথম ম্যাচ।

বিশ্বকাপের আগে এ সিরিজের প্রথম ম্যাচে ‘বিশ্বকাপের দল’ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াড থেকে ১১জনকে আজ মাঠে নামানো হয়েছে।

বাংলাদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, সাইফউদ্দিন, মাশরাফি মর্তুজা, মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান।


শেয়ার করুন :


আরও পড়ুন

লাইভ

লাইভ

বিশ্বকাপ দল নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ

বিশ্বকাপ দল নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ

ভারতে খেলা হচ্ছে না সাবিনার, ফিরছেন দেশে

ভারতে খেলা হচ্ছে না সাবিনার, ফিরছেন দেশে

এডজাস্টের সুযোগ নেই, মানসিকভাবে শক্ত হতে হবে : মাশরাফি

এডজাস্টের সুযোগ নেই, মানসিকভাবে শক্ত হতে হবে : মাশরাফি