উদ্বোধন হলো ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩০ পিএম, ২৯ মে ২০১৯

উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর। ব্রিটেনের মধ্য লন্ডনের ওয়েসমিনিস্টার শহর ও বাকিংহাম প্রসাদে সড়ক দ্য মলে বাংলাদেশ সময় বুধবার রাত ১০টায় এ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

আগামী দেড় মাসজুড়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসজুড়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (৩০ মে) ওভালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।

বুধবার টিকিট পাওয়া কয়েক হাজার ক্রিকেট ভক্ত বাকিংহাম প্রসাদের সামনে আইকনিক সড়ক দ্য মলে গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ক্রিকেট উদযাপনে অংশ নেন।

ব্রিটেনের বিখ্যাত পত্রিকা ইভিনিং স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়, অনুষ্ঠানের বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কিন্তু এটাকে একটা স্মরণীয় রাত হিসাবে উদযাপনের সব প্রস্তুতির কথা জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠান শুরুর সহায়তায় বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তিও উপস্থিত থাকবেন।

বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হয় এ অনুষ্ঠান। টিকিটধারীরা সর্বশেষ পৌনে পাঁচটায় এতে প্রবেশ করেন। উৎসব চলে সন্ধ্যা ৬টায় পর্যন্ত। টেলিভিশনে অনুষ্ঠানের শেষ ১ ঘণ্টা (বাংলাদেশ সময় রাত ১০টা থেকে ১১টা) প্রচার করা হয়।


শেয়ার করুন :


আরও পড়ুন

সব দলকে শ্রদ্ধা করি, কাউকে ভয় করি না : রোডস

সব দলকে শ্রদ্ধা করি, কাউকে ভয় করি না : রোডস

বিশ্বকাপের ইতিহাসে স্মরণীয় ৫ রোমঞ্চকর মুহূর্ত

বিশ্বকাপের ইতিহাসে স্মরণীয় ৫ রোমঞ্চকর মুহূর্ত

বিশ্বকাপের জন্য প্রস্তুত ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ড

বিশ্বকাপের জন্য প্রস্তুত ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ড

বিশ্বকাপে মাঠে থাকবে লাখো নারী দর্শক

বিশ্বকাপে মাঠে থাকবে লাখো নারী দর্শক