হাথুরুকে স্যালুট, তবে চূড়ান্ত কাজ আমাদেরই : মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৮ এএম, ১৫ জানুয়ারি ২০১৮
হাথুরুকে স্যালুট, তবে চূড়ান্ত কাজ আমাদেরই : মাশরাফি

ত্রিদেশীয় সিরিজ শুরু আগের দিন (রোববার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বললে টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সংবাদ সম্মেলনে যথারীতি চলে এলো বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করা সদ্য পদত্যাগী ও এ সিরিজের শ্রীলঙ্কা দলের কোচ হাথুরুসিংহে কথা।

হাথুরুসিংহের সময়টায় পেছনে ফিরে তাকানোর অন্যতম কারণ এই সময়ে বাংলাদেশে তার উপস্থিতিও। তিনি যে ঢাকায় এসেছেন ত্রিদেশীয় টুর্নামেন্টে শ্রীলঙ্কার কোচ হয়ে।

সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘হাথুরুসিংহেকে আমার স্যালুট। গত তিন বছরের বেশি সময় তিনি আমাদের সঙ্গে কাজ করেছেন। আমাদের ভালো খেলার পেছনে তার অবদান যথেষ্ঠ। তবে আমরা খেলয়াড়রাও তার পাশে ছিলাম।’

‘আমরাও তিলে তিলে তৈরি হয়েছি। জায়গা মতো পারফর্ম করার মানসিকতা জন্ম নিয়েছে, প্রয়োগ ক্ষমতাও বেড়েছে অনেক, আর সেটা একদিনে হয়নি। বিশ্বকাপে যখন মাহমুদউল্লাহ সেঞ্চুরি করে সেই সময় উইকেটে গিয়ে কিন্তু কেউ তাকে বুদ্ধি পরামর্শ দেয়নি, সে তার নিজের মেধা, প্রজ্ঞা ও সামর্থ্য দিয়েই সেঞ্চুরি করেছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ড্রেসিংরুমে যারা আছে, তারা অনেক বড় মানসিকতার। অবশ্যই তার (হাথুরু) কোচিংয়ে খেলে আমরা ভালো ফল পেয়েছি। কৃতিত্ব তাকে দিতে আমাদের বিন্দুমাত্র সংকোচ নেই।’

‘আবার আমাদের বলতে হবে, ২২ গজে কাজটা আমরা করেছি। আমাদের তামিমের রেকর্ড, মুশফিকের রেকর্ড যদি দেখেন, সাকিবের প্রায় পুরো ক্যারিয়ার যদি দেখেন, মোস্তাফিজ এসেছে, এগুলো যদি আলাদা করে দেখেন… ২২ গজে কোচ তাদেরকে বিশেষ কিছু করে দেয়নি। চূড়ান্ত চাপটা ক্রিকেটারদেরই নিতে হয়েছে। তারা নিজেদের মতো করে নিয়েছে।’

বর্তমান কোচিং স্টাফ নিয়েও খুশি মাশরাফি। বলেন, ‘আমার বিশ্বাস, এখন যারা কোচিং স্টাফ আছেন, হ্যালসল, সুজন ভাই। আমরা উনাদেরও শতভাগ সমর্থন দেওয়ার চেষ্টা করব। উনারাও শতভাগ আমাদের পাশে আছেন। অবশ্যই পেশাদারিত্ব দেখিয়ে সবকিছু চলবে এবং চলছেও। হাথুরুর জন্য শুভকামনা। তবে আমরা আমাদেরটা নিয়ে বেশি চিন্তা করছি।’

উল্লেখ্য, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে স্বাগতিক বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ শুরু করছে আমাগীকাল (১৫ জানুয়ারি) সোমবার। প্রথম দিনই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।



শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকায় লঙ্কান ক্রিকেটাদের নিয়ে ব্যস্ত হাথুরু

ঢাকায় লঙ্কান ক্রিকেটাদের নিয়ে ব্যস্ত হাথুরু

ত্রিদেশীয় সিরিজ অস্তিত্বের লড়াই : পাপন

ত্রিদেশীয় সিরিজ অস্তিত্বের লড়াই : পাপন

আল আমিনের বোলিং অ্যাকশন বৈধ

আল আমিনের বোলিং অ্যাকশন বৈধ

সেঞ্চুরির অপেক্ষায় মিরপুরের শেরে-বাংলা

সেঞ্চুরির অপেক্ষায় মিরপুরের শেরে-বাংলা