বড় ক্ষতি করেছে ম্যাক্সওয়েলের ইনিংস!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১০ পিএম, ২১ জুন ২০১৯
বড় ক্ষতি করেছে ম্যাক্সওয়েলের ইনিংস!

ছবি : এএফপি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর বেশ চাঙ্গা ছিলো টাইগাররা। জয় নিয়ে আশাবাদী ছিলো দল। শক্তিশালী প্রতিদন্ধী অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী ছিলো টাইগার দলপতিও। কিন্তু বালি দিয়ে আর বাঁধ আটকানো সম্ভব হলোনা। শেষমেষ সব যেন ভেসে গেল স্রোতে!

৩৭তম ওভার শেষেও রানরেট ছিল ছয়ের নিচে, তবে ৩৮তম ওভারের পর থেকে ভেঙে গেল বাঁধ। অস্ট্রেলিয়ার হাতে থাকা ৯ উইকেটের তোপটাই সামাল দিতে পারেনি বাংলাদেশ। 

৩৮তম ওভার থেকে বাঁধের ভাঙনটা হয়ে উঠেছিল ভয়ঙ্কর। ম্যাক্সওয়েল করেছেন শেষ পর্যন্ত ১০ বলে ৩২ রান। ঠিক সময়ে উইকেট না নেওয়ার সঙ্গে ম্যাক্সওয়েলের সেই ইনিংসকেও টার্নিং পয়েন্ট বলছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এ নিয়ে এ বিশ্বকাপে দু বার ৩৮০-এর ওপর রান প্রতিপক্ষ করলো বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়া। দু বারই ৪০-৫০ রান বেশি হয়ে গেছে বলে মনে করেন মাশরাফি। তেমন না হলে ব্যাটসম্যানরা এ দুই ম্যাচের অন্তত একটি বের করে নিয়ে আসতে পারতেন বলেও ধারণা তার।

নিজের অনুভূতি ব্যক্ত করে টাইগার দলপতি বলেন, এসব ব্যাটসম্যানকে এমন উইকেটে বোলিং করা কঠিন। আমরা সুযোগ পেয়েছিলাম। আমরা জানতাম উইকেট নিতে হবে, নাহলে কঠিন হবে। ওয়ার্নার, ফিঞ্চ, খাওয়াজা-- সবার ব্যাটিং ভাল হয়েছে। তবে আমার মনে হয় বড় ক্ষতিটা করেছে ম্যাক্সওয়েলের ব্যাটিং, ১৩ বলে ৩০ এর মতো রান করেছে সে (১০ বলে ৩২)। সেটা বড় একটা ক্ষতি করেছে।

মোটামুটি ফ্ল্যাট উইকেট স্কোর যে বড় হবে, সে ধারণা ছিল তাদের। টসে জিতলে ব্যাটিং নিতেন, সেটা বলেছিলেন আগেই। তবে শেষ পর্যন্ত সময়ের মাঝে উইকেট না পাওয়াতেই ঘটেছে বিপত্তি, আমরা জানতাম, স্কোর বড় হবে। বোলাররা ৩০০-এর মধ্যে বেঁধে ফেলারা চেষ্টা করেছে, তবে উইকেট নিতে হতো। শেষে নিয়েছি উইকেট। ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়ে গেছে কাজ। ৩২০-৩৪০ তাড়া করতে পারতাম। এর বেশি ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়ে যায়।

তবে এরপরও ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন তিনি, সবাই ‘ইন্টেন্ট’ নিয়ে ব্যাটিং করছে, সাহসিকতা দেখাচ্ছে। ৩৩০ খারাপ স্কোর না।


শেয়ার করুন :


আরও পড়ুন

যেখানে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

যেখানে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

অভ্যন্তরীণ কোন্দলে তোলপার আফগান ক্রিকেট

অভ্যন্তরীণ কোন্দলে তোলপার আফগান ক্রিকেট

ভালো খেলে হারলো বাংলাদেশ, অর্জন মুশফিকের সেঞ্চুরি

ভালো খেলে হারলো বাংলাদেশ, অর্জন মুশফিকের সেঞ্চুরি

বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে সাকিবের ৪শ’

বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে সাকিবের ৪শ’