বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে টিভি আম্পায়ার আলিম দার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৪ জুন ২০১৯
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে টিভি আম্পায়ার আলিম দার

বিশ্বকাপের ৩১তম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। নিজেদের সপ্তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করছে বাংলাদেশ। সোমবরা (২৪ জুন) ব্যাট হাতে ওপেনিংয়ে তামিমে সঙ্গী হয়ে মাঠে নেমেছিলেন লিটন দাস।

আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ এ ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরির্বতন আনা হয়েছে। পিঠে এবং কাঁধের ইনজুরি থেকে সুস্থ হয়ে বাংলাদেশ একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন। অন্যদিকে বাদ পড়েছেন রুবেল হোসেন ও সাব্বির রহমান।

তামিম ইকবালের ওপেনিং সঙ্গী হয়ে ১৭ বলে ২ বাউন্ডারিতে ১৬ রান করে ভালো কিছুর জানান দিচ্ছিলেন লিটন। ঠিক তখনই ছন্দপতন। মুজিব-উর-রহমানের বলে শর্ট কাভার থেকে ক্যাচ নেন হাশমতউল্লাহ শহিদি। তবে ফিল্ড আম্পায়ার নিশ্চিত ছিলেন না আউট নিয়ে। ফলে ডাকা হয় তৃতীয় আম্পায়ার।

টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি শহিদির হাত ছুয়ে ‘মাটি স্পর্শ’ করেছে। অনেকক্ষণ সময় নিয়ে দেখার পরেও টিভি আম্পায়ার নিশ্চিত হতে পারছিলেন না।এক্ষেত্রে ‘বেনিফিট অব ডাউট’ সবসময় ব্যাটসম্যানের পক্ষেই যায়। কিন্তু শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ার লিটনকে আউট ঘোষণা করেন।

এরপরেই ক্রিকেটাঙ্গণে শুরু হয়েছ বিতর্ক। গত বছরের এশিয়া কাপে দুর্দান্ত সেঞ্চুরি করা লিটনকে বিতর্কিতভাবে আউট দেওয়া হয়েছিল। এবার বিশ্বকাপের মঞ্চে এ বিতর্কিত আউট নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মন্তব্যের ঝড়।

এদিকে জানা গেছে, বাংলাদেশ-আফগানিস্তানের এ ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে রয়েছে আলিম দার। পাকিস্তানের এ আম্পায়ার বাংলাদেশের বিপক্ষে এর আগে বেশ কিছু ‘বাজে সিদ্ধান্ত’ দিয়েছেন। যে কারণে টাইগার ভক্তদের কাছে তিনি চক্ষুশূল।

আলিম দার ছাড়াও মাঠে আম্পায়ারের দায়িত্বে রয়েছেন ইংল্যান্ডের রিচার্ড কেটব্লোরো ও মাইকেল গফ। তৃতীয় আম্পায়ার হিসেবে আজকের ম্যাচে দায়িত্ব রয়েছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। এছাড়া ম্যাচ রেফারির দায়িত্বে আছেন ওয়েস্ট ইন্ডিজের স্যার রিচি রিচার্ডসন।


শেয়ার করুন :


আরও পড়ুন

আজও পারলেন না তামিম!

আজও পারলেন না তামিম!

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলে দুই পরিবর্তন

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলে দুই পরিবর্তন

জয়ের বিকল্প ভাবার সুযোগ নেই বাংলাদেশের

জয়ের বিকল্প ভাবার সুযোগ নেই বাংলাদেশের

সামনের সব ম্যাচই নক আউট বিবেচনা করছেন রোডস

সামনের সব ম্যাচই নক আউট বিবেচনা করছেন রোডস