সমান পয়েন্ট নিয়েও পাকিস্তানের বিদায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০৬ জুলাই ২০১৯
সমান পয়েন্ট নিয়েও পাকিস্তানের বিদায়

ছবি : গেটি ইমেজ

দ্বাদশ বিশ্বকাপের লিগ পর্ব থেকেই বিদায় নিতে হলো পাকিস্তানকে। শনিবার (৫ জুলাই) লর্ডসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়েই পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যায়। যদিও তারা বাংলাদেশকে হারিয়ে সেমি নিশ্চিত করা নিউজিল্যান্ডের সমান সংখ্যক ১১ পয়েন্ট অর্জন করেছে।

লর্ডসে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভার শেষে ৯ উইকেটে ৩১৫ রান করে পাকিস্তান। তাই রান রেট বাড়ানোর জন্য সেমিফাইনালে খেলতে হলে বাংলাদেশকে ৭ রানে গুটিয়ে দিতে হতো পাকিস্তানের বোলারদের। তবে সেটি যে অবাস্তব তা সবাই জানতো।

৩১৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ নিজেদের ইনিংসের ১.৫ বলে ৮ রান তুলে ফেলায় তখনই বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যায়। অন্যদিকে চতুর্থ ও শেষ দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয় নিউজিল্যান্ডের।

যদিও শেষ পর্যন্ত বাংলাদেশকে ৯৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এ জয়ে সেমিফাইনালের চার নম্বর দল হিসেবে খেলার যোগ্যতা অর্জনকারী নিউজিল্যান্ডের সমান সংখ্যক ১১ পয়েন্ট করেছে পাকিস্তান। তবে ভাগ্য সহায় হয়নি তাদের। সমান পয়েন্ট নিয়েও রান রেটে পিয়েছে থাকায় বিদায় নিতে হয়েছে বিশ্বকাপ থেকে।
sportsmail24
চার নম্বরে থাকা নিউজিল্যান্ড গ্রুপ পর্বের ৯ ম্যাচে ৫ জয় ও এক পরিত্যক্ত ম্যাচে মোট ১১ পয়েন্ট (রান রেট ০.১৭৫) অর্জন করেছে। অন্যাদকে পাকিস্তানও ৯ ম্যাচে ৫ জয় ও এক পরিত্যক্ত ম্যাচে মোট ১১ পয়েন্ট (রান রেট -০.৪৩) অর্জন করেছে। তবে পয়েন্ট সমান হলেও রান রেটের বিচারে পিয়ে থাকায় বিশ্বকাপ আসরে সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে গেছে।

নিউজিল্যান্ড ছাড়াও এর আগে বিশ্বকাপের শেষ চারের টিকিট নিশ্চিত করে অস্ট্রেলিয়া, ভারত ও স্বাগতিক ইংল্যান্ড। অন্যদিকে ৯ ম্যাচে ৩ জয় ও একটি পরিত্যক্ত ম্যাচে মোট ৭ পয়েন্ট নিয়ে আসরে ৭ নম্বরে থেকেই বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ।


শেয়ার করুন :


আরও পড়ুন

সপ্তম স্থানে থেকেই বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ

সপ্তম স্থানে থেকেই বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ

লর্ডসের অনার্স বোর্ডে যুক্ত হলো মোস্তাফিজের নাম

লর্ডসের অনার্স বোর্ডে যুক্ত হলো মোস্তাফিজের নাম

শততম উইকেট শিকারে চতুর্থ ও ৪৪ বছরের রেকর্ডে ভাগ বসালেন মোস্তাফিজ

শততম উইকেট শিকারে চতুর্থ ও ৪৪ বছরের রেকর্ডে ভাগ বসালেন মোস্তাফিজ

সেমির হতাশা থাকলেও মাশরাফি-তামিমদের নিয়ে গর্বিত রোডস

সেমির হতাশা থাকলেও মাশরাফি-তামিমদের নিয়ে গর্বিত রোডস