শততম উইকেট শিকারে চতুর্থ ও ৪৪ বছরের রেকর্ডে ভাগ বসালেন মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৩ পিএম, ০৫ জুলাই ২০১৯
শততম উইকেট শিকারে চতুর্থ ও ৪৪ বছরের রেকর্ডে ভাগ বসালেন মোস্তাফিজ

ছবি : গেটি ইমেজ

বিশ্বের চতুর্থ বোলার হিসেবে ওয়ানডেতে দ্রুত ১শ’ উইকেট শিকার করার রেকর্ড গড়লেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। দ্বাদশ বিশ্বকাপের ৪৩তম ম্যাচে শুক্রবার (৫ জুলাই) পাকিস্তানের বিপক্ষে ৭৫ রানে ৫ উইকেট নিয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ারে ১শ’ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন ফিজ।

নিজের ৫৪তম ম্যাচে ১শ’ উইকেট নিলেন মোস্তাফিজ। যার ওয়ানডে ক্রিকেটে চতুর্থ দ্রুততম। ৪৪ ম্যাচে ১শ’ উইকেট নিয়ে সবার উপরে আছেন আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান।

২০১৫ সালে ঢাকায় ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক ঘটে মোস্তাফিজের। এরপর থেকেই দলের অপরিহার্য বোলার তিনি। এ নিয়ে তিনবার ৪ উইকেট ও ৫বার ৫ বা ততোধিক উইকেট শিকার করলেন মোস্তাফিজ।

২ জুলাই বার্মিংহামে ভারতের বিপক্ষে ৫৯ রানে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে পরপর দু’ম্যাচে পাঁচ উইকেট শিকার করার কীর্তি গড়ে ৪৪ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালেন মোস্তাফিজ।

বিশ্বকাপের মঞ্চে মোস্তাফিজের আগে পরপর দু’ম্যাচে পাঁচ বা ততোধিক উইকেট নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার প্রয়াত গ্যারি গিলমোর। ১৯৭৫ সালে বিশ্বকাপের প্রথম আসরে পরপর দু’ম্যাচে ৫ বা ততোধিক উইকেট শিকার করেছিলেন তিনি।

১৯৭৫ সালের ১৮ জুন লিডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২ ওভারে ১৪ রানে ৬ উইকেট নেন গিলমোর। এরপর ২১ জুন লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২ ওভারে ৪৮ রানে ৫ উইকেট নেন তিনি। যার মাধ্যমে বিশ্বকাপ মঞ্চে পরপর দু’ম্যাচে পাঁচ বা ততোধিক উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়েন গিলমোর।

৪৪ বছর পর গিলমোরের রেকর্ডে ভাগ বসালেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতকে পেয়ে আবারও বিধ্বংসী মোস্তাফিজ

ভারতকে পেয়ে আবারও বিধ্বংসী মোস্তাফিজ

বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে সাকিব

বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে সাকিব

মাশরাফিকে সবাই ভালোবাসে, অবসরের বিষয় একান্ত তার : রোডস

মাশরাফিকে সবাই ভালোবাসে, অবসরের বিষয় একান্ত তার : রোডস

এটা আমার শেষ বিশ্বকাপ ম্যাচ হান্ড্রেড পার্সেন্ট : মাশরাফি

এটা আমার শেষ বিশ্বকাপ ম্যাচ হান্ড্রেড পার্সেন্ট : মাশরাফি