মালিঙ্গার আগেই ইতি টানলেন কুলাসেকারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৭ পিএম, ২৪ জুলাই ২০১৯
মালিঙ্গার আগেই ইতি টানলেন কুলাসেকারা

ফাইল ছবি

বাংলাদেশের বিপেক্ষে আসন্ন সিরিজে প্রথম ম্যাচ খেলে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেবেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। এ তথ্য এখন সবারই জানা। তবে মালিঙ্গা অবসর নেওয়ার আগেই ওয়ানডে ক্রিকেটের ইতি টানলেন শ্রীলঙ্কার ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার নুয়ান কুলাসেকারা।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। লাসিথ মালিঙ্গার অবসর ঘোষণার এক দিন পরই এ ঘোষণা দিলেন কুলাসেকারা। প্রায় এক দশক যাবত নতুন বলের জুটি ছিলেন মালিঙ্গা-কুলাসেকারা।

ওয়ানডে ক্রিকেটে পেস বোলার হিসেবে শ্রীলঙ্কার তৃতীয় এবং সব মিলিয়ে পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী কুলাসেকারা নিজের ৩৭তম জন্মদিনের দুইদিন পরই বুধবার (২৪ জুলাই) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন।

ইংল্যান্ডের বিপক্ষে ২০০৩ সালে ডাম্বুলায় অভিষেক হওয়ার পর ক্যারিয়ারে ১৮৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ৩৭ বছর বয়সী কুলাসেকারা। ২০১৭ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের শেষ ওয়ানডে খেলেছেন ২০০৯ সালের মার্চ মাসে আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করা এ বোলার।

এক দিনের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৩.৯২ গড়ে ১৯৯ উইকেট শিকার করেছেন তিনি। এ ফরম্যাটে তার সেরা বোলিং ফিগার অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজবেনে ২০১৩ সালে ২২ রানে ৫ উইকেট।

এছাড়া ২১ টেস্টের ক্যারিয়ারে তিনি শিকার করেছেন ৪৮ উইকেট। টি-২০ ক্যারিয়ারে ৫৮ ম্যাচে ৬৬ উইকেট শিকার করে সংক্ষিপ্ত ভার্সনে লঙ্কানদের হয়ে অজন্তা মেন্ডিজের সঙ্গে যৌথভাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন কুলাসেকারা।


শেয়ার করুন :


আরও পড়ুন

শুক্রবার মালিঙ্গার শেষ ওয়ানডে

শুক্রবার মালিঙ্গার শেষ ওয়ানডে

বাংলাদেশ সিরিজ শেষে দেশ ছাড়বেন মালিঙ্গা

বাংলাদেশ সিরিজ শেষে দেশ ছাড়বেন মালিঙ্গা

শ্রীলঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ

শ্রীলঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ

হাথুরুসহ শ্রীলঙ্কার সকল কোচিং স্টাফদের পদত্যাগের নির্দেশ

হাথুরুসহ শ্রীলঙ্কার সকল কোচিং স্টাফদের পদত্যাগের নির্দেশ