যুব বিশ্বকাপে বাংলাদেশের উড়ন্ত শুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৮ এএম, ১৯ জানুয়ারি ২০২০
যুব বিশ্বকাপে বাংলাদেশের উড়ন্ত শুরু

ছবি : আইসিসি

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে উড়ন্ত জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শনিবার (১৮ জানুয়ারি) ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে জিম্বাবুয়েরকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

পচেফস্ট্রম টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। বল হাতে শুরু থেকেই জিম্বাবুরে ব্যাটসম্যানদের চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। ফলে ১৩৭ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। ২৮ দশমিক ১ ওভারের পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।

বৃষ্টি শেষে আর ব্যাট করতে পারেনি জিম্বাবুয়ে। ফলে বৃষ্টি আইনে ম্যাচ জয়ের জন্য ২২ ওভারে ১৩০ রানের টার্গেট পায় বাংলাদেশ।
sportsmail24
জবাব দিতে নেমে বিধ্বংসী রূপ নেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। ১৩ বল মোকাবেলা করে ৪১ রান যোগ করেন তারা। ৩টি করে চার-ছক্কায় ১০ বলে ৩২ রান করে আউট হন তানজিদ।

দ্বিতীয় উইকেটে ৫৫ বলে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে সহজ জয়ের স্বাদ দেন ইমন ও মাহমুদুল হাসান জয়। এর মধ্যে ৫টি চার ও ২টি ছক্কায় ৩৩ বলে অপরাজিত ৫৮ রান করেন ইমন। জয়ের ব্যাট থেকে আসে ২৬ বলে অপরাজিত ৩৮ রান। তার ইনিংসে ৫টি চার ছিল।


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সফরে নেতৃত্বে মাহমুদউল্লাহ, একমাত্র চমক হাসান

পাকিস্তান সফরে নেতৃত্বে মাহমুদউল্লাহ, একমাত্র চমক হাসান

বঙ্গবন্ধু বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী চারজন

বঙ্গবন্ধু বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী চারজন

হাফিজ-মালিককে ফিরিয়ে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

হাফিজ-মালিককে ফিরিয়ে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

পিসিবিকে ধন্যবাদ জানালেন বিসিবি সভাপতি

পিসিবিকে ধন্যবাদ জানালেন বিসিবি সভাপতি