ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড পরাজয়, সিরিজ নিশ্চিত শ্রীলঙ্কার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৬ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০
ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড পরাজয়, সিরিজ নিশ্চিত শ্রীলঙ্কার

ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করলো স্বাগতিক শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ বাকি রেখেই জিতে নিল লঙ্কানরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ক্যারিবীয়দের ১৬১ রানের ব্যবধানে হারিয়েছে তারা।

টস হেরে আগে ব্যাট করে ওপেনার আভিশকা ফার্নান্দো আর কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে ৩৪৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। জবাবে লঙ্কানদের বোলিং তোপে পড়ে মাত্র ১৮৪ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ১৬১ রানে ব্যবধানে জয় পায় শ্রীলঙ্কা, যা ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে দেশটির সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বড় ধাক্কা খায় শ্রীলঙ্কা। ৯ রানের মধ্যে স্বাগতিকদের ২ উইকেট তুলে নেন শেলডন কটরেল। ইনিংসের তৃতীয় ওভারে এসে টানা দুই বলে দিমুথ করুনারত্নে (১) আর কুশল পেরেরাকে (০) ফেরান তিনি।

তবে তৃতীয় উইকেটেই ক্যারিবীয় বোলারদের নাস্তাবুদ করেন ফার্নান্ডো-মেন্ডিস, গড়েন ২৩৯ রানের বিশাল জুটি। ৪১তম ওভারে আলজেরি জোসেফের শিকার হন মেন্ডিস। ১১৯ বলে ১১৯ রানের ইনিংস খেলে মেন্ডিস আউট হলে এ জুটি ভাঙে। তার এ ইনিংনে কোন ছক্কার মার না থাকলেও চারের মার ছিল ১২টি।

নিজের পরের ওভারে আরেক সেঞ্চুরিয়ান ফার্নান্ডোকেও তুলে নেন জোসেফ। ১২৩ বলে ১০ চারে লঙ্কান ওপেনার খেলেন ১২৭ রানের ঝড়ো ইনিংস। তবে এর পরের ব্যাটসম্যানরা আর ভালো কিছু করতে পারেননি।

একমাত্র থিসারা পেরেরা ২৫ বলে ৩৬ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া ধনঞ্জয়া ডি সিলভা ৫ বলে ১২, ওয়ানিন্দু হাসারাঙ্গা ১০ বলে ১৭ আর ইসুরু উদানার ব্যাট থেকে আসে ৯ বলে অপরাজিত ১৭ রান।

শেলডন কোট্রেল ৬৭ রানে নেন ৪ উইকেট। এছাড়া ৩ উইকেট শিকার করেন আরেক পেসার আলজেরি জোসেফের।

৩৪৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে উপরের সারির প্রায় সব ব্যাটসম্যানই ভালো শুরু করেন। তবে নিজেদের ইনিংস টেনে নিতে পারেননি তারা। ওপেনার শাই হোপ ছাড়া ২০-৩০ রানের মধ্যেই ছিলেন তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন প্রথম ম্যাচের সেঞ্চুরি করা শাই হোপ। এছাড়া সুনিল অ্যামব্রিস ১৭, ড্যারেন ব্রাভো ১৬, রস্টোন চেজ ২০, নিকলাস পুরান ৩১, কাইরন পোলার্ড ০ এবং জেসন হোল্ডার করেন মাত্র ৩ রান। শেষদিকে কেমো পল ২১ ও ফাবিয়ান অ্যালেন ১৭ রান করলে কোনোমতে ২০০ রানের কাছাকাছি পৌঁছায় ক্যারিবীয়রা।

শেষে ৩৯.১ ওভারে ১৮৪ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার পক্ষে ৩টি করে উইকেট নেন দুই স্পিনার ভানিন্দু হাসারাঙ্গা এবং লাকশান সান্দাকান।

রেকর্ড সংখ্যক রানের ব্যবধানে হারের সাথে শ্রীলঙ্কার কাছে সিরিজও খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে ওপেনার শাই হোপের সেঞ্চুরি বিফল করে শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিফলে হোপের সেঞ্চুরি, শ্বাসরুদ্ধকর জয় শ্রীলঙ্কার

বিফলে হোপের সেঞ্চুরি, শ্বাসরুদ্ধকর জয় শ্রীলঙ্কার

সারাবিশ্বে যে খবর ছড়িয়ে দিতে চান সাঙ্গাকারা

সারাবিশ্বে যে খবর ছড়িয়ে দিতে চান সাঙ্গাকারা

ফিটনেস হারিয়ে বাদ পড়লেন লুইস-হেটমায়ার

ফিটনেস হারিয়ে বাদ পড়লেন লুইস-হেটমায়ার

যতই দিন যাচ্ছে আরও তরুণ হচ্ছি : ক্রিস গেইল

যতই দিন যাচ্ছে আরও তরুণ হচ্ছি : ক্রিস গেইল