জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫২ এএম, ০৫ মার্চ ২০২০
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

ছবি : বিসিবি, ফাইল ফটো

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজ নিশ্চিত ছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৫ ম্যাচ জয় পাওয়ার নজির গড়েছে টাইগাররা।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৩২২ রান করেও এক পর্যায়ে হারের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। কারণ, অষ্টম উইকেটে ৪৪ বলে ৮০ রানের ঝড়ো জুটি গড়েন তিনোতেন্ডা মুতোমবদজি ও ডোনাল্ড তিরিপানো। বাংলাদেশের মাটিতে অষ্টম উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটির রেকর্ডও।

এ জুটিতে হারতে বসা ম্যাচে জয় দেখতে শুরু করে জিম্বাবুয়ে। তবে শেষ পর্যন্ত সেটি আর সম্ভব হয়নি। উত্তেজনা ছড়িয়ে ৪ রানে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা। এমন শ্বাসরুদ্ধকর জয়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার আত্মবিশ্বাস পাচ্ছে টাইগাররা। যা টানা চতুর্থবার মত জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

শেষ তিন দ্বিপাক্ষীক সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৫ ম্যাচ জয়ের নজিরও গড়েছে টাইগাররা। এবার সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে হারাতে চায় বাংলাদেশ। এছাড়া জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশকে হারানোর সামর্থ্য রাখে, দ্বিতীয় ম্যাচে সে প্রমাণও দিয়েছে জিম্বাবুয়ে।

তবে দ্বিতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় জিম্বাবুয়েকে আবারও হোয়াইটওয়াশ করতে বাংলাদেশ আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘আমি মনে করি, জয়তো জয়ই। কিন্তু খুবই কঠিন একটি জয় (দ্বিতীয় ম্যাচে) ছিল। তবে আমরা শক্তভাবে ধৈর্যধারণ করে ম্যাচ জিতেছি। এ জয়টি আমরা পরের ম্যাচেও নিয়ে যাব।’

কঠিন পরিস্থিতিতে দারুণভাবে ম্যাচ জয়ে দলের প্রশংসা করে মাশরাফি বলেছেন, ‘ম্যাচ শেষে সকলেই বোলিং নিয়ে জিজ্ঞাসা করেছে। এটি ভালো উইকেট ছিল। কিন্তু কিছু শিশিরও ছিল। যা বোলারদের কাজটা কঠিন করে দিয়েছে। তীব্র লড়াইয়ের পর ম্যাচ জয়ে সামনে এগিয়ে যেতে আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে যায়।’

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (৬ মার্চ) অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ।



শেয়ার করুন :


আরও পড়ুন

রেকর্ড রান করেও শেষ বলে জয়, সিরিজ নিশ্চিত

রেকর্ড রান করেও শেষ বলে জয়, সিরিজ নিশ্চিত

তৃতীয় ওয়ানডেতে সৌম্য, থাকছেন মুশফিকও

তৃতীয় ওয়ানডেতে সৌম্য, থাকছেন মুশফিকও

নিজের রেকর্ড ভাঙার তালিকায় তিনজনকে দেখছেন তামিম

নিজের রেকর্ড ভাঙার তালিকায় তিনজনকে দেখছেন তামিম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যে চার দল

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যে চার দল