সাকিব-মাহমুদউল্লাহকে সরিয়ে দিলেন তামিম-লিটন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪১ পিএম, ০৬ মার্চ ২০২০
সাকিব-মাহমুদউল্লাহকে সরিয়ে দিলেন তামিম-লিটন

ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। তামিম-লিটনের উদ্বোধনী জুটিতে এ রানে ভেঙে গেছে সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদের গড়া রেকর্ড।

শুক্রবার (৬ মার্চ) সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে উদ্বোধনী জুটিতে ২৪৫ বলে ২৯২ রান করেন তামিম ও লিটন। এর মধ্যে তামিম করেন ১০৪ বলে ১১০ রান। আর লিটন করেন ১৪৩ বলে ১৭৬ রান।

তামিম-লিটনের আগে বাংলাদেশের পক্ষে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটি এতদিন দখলে রেখেছিলেন সাকিব-মাহমুদউল্লাহ। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের ম্যাচে কার্ডিফে পঞ্চম উইকেটে ২২৪ রান করেছিলেন তারা।

সাকিব-মাহমুদউল্লাহর ২২৪ রানের সুবাদে ওই ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। সাকিব ১১৪ ও মাহমুদউল্লাহ অপরাজিত ১০২ রান করেছিলেন।

জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার তামিম-লিটনের ব্যাটিং তাণ্ডবে ভেঙে গেছে শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেনের ২১ বছর আগের রেকর্ডও। ১৯৯৯ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ১৭০ রান করেছিলেন শাহরিয়ার ও মেহরাব।

৩৫ দশমিক ৪ ওভার পর্যন্ত ব্যাট করেছিলেন তারা। শাহরিয়ার ৬৮ রানে থামলেও ১০১ রানে আউট হন মেহরাব। মেহরাবের ইনিংসটিই ছিল ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি।

তামিম-লিটনের ২৯২ রানের জুটি বিশ্ব মঞ্চে ষষ্ঠস্থানে। আর উদ্বোধনী জুটির হিসেবে তৃতীয় স্থানের জায়গা দখল করে নিয়েছে।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের লিটন-তামিমের দখলে ব্যক্তিগত সর্বোচ্চ রান। তিন ম্যাচের সিরিজে লিটনের মোট রান (১২৬*+৯+১৭৬)= ৩১১ এবং তামিমের মোট রান (২৪+১৫৮+১২৮) = ৩১০। মাত্র ১ রান এগিয়ে রয়েছেন দেশের হয়ে ব্যাট হাতে এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক লিটন কুমার দাস।


শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফির শেষ অধিনায়কত্বে জয় উপহার দিল টাইগাররা

মাশরাফির শেষ অধিনায়কত্বে জয় উপহার দিল টাইগাররা

১৫ ইনিংস পর উদ্বোধনী জুটিতে টাইগারদের শতরান

১৫ ইনিংস পর উদ্বোধনী জুটিতে টাইগারদের শতরান

লিটন দাসের ব্যাটে তৃতীয় ওয়ানডে সেঞ্চুুরি

লিটন দাসের ব্যাটে তৃতীয় ওয়ানডে সেঞ্চুুরি

রাহুল দ্রাবিড়-ডু প্লেসিসকে ছাড়িয়ে গেলেন তামিম

রাহুল দ্রাবিড়-ডু প্লেসিসকে ছাড়িয়ে গেলেন তামিম