টেস্ট সিরিজে ইংল্যান্ডের পাঁচে-পাঁচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৬ এএম, ১৪ জুলাই ২০২০
টেস্ট সিরিজে ইংল্যান্ডের পাঁচে-পাঁচ

বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে টানা ১১৬ দিন স্থগিত থাকার পর মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। তবে নিজ মাটিতে ক্রিকেট ফেরালেও সিরিজের প্রথম ম্যাচে জয়ের দেখা পায়নি ইংল্যান্ড। সফরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ উইকেটে হেরে গেছে ইংলিশরা।

টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয়ের বিপরীতে হেরে গিয়ে পাঁচে-পাঁচ পূর্ণ করেছে ইংল্যান্ড। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচও তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ছিল। এ ম্যাচ হেরে নিজেদের শেষ পাঁচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই পরাজিত হওয়ার অব্যাহত রেখেছে ইংল্যান্ড।

২০১৯ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের সিরিজ খেলতে নামে ইংল্যান্ড। ওই সিরিজেও হার দিয়ে যাত্রা শুরু করেছিল তারা। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ হারে ইংলিশরা। এরপর লর্ডসে আয়ারল্যান্ডের মুখোমুখি হয় ইংল্যান্ড। তবে সেটি ছিল এক ম্যাচের সিরিজ। ওই ম্যাচটি জিতেছিল ইংলিশরা।

আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ খেলতে নামে ইংল্যান্ড। অ্যাশেজের প্রথম টেস্টে হারে ইংলিশরা। শেষ পর্যন্ত পাঁচ টেস্টের সিরিজ ২-২ ব্যবধানে ড্র করে ইংল্যান্ড।

অ্যাশেজ শেষে নিউজিল্যান্ড সফরে যায় ইংল্যান্ড। কিউইদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজও হার দিয়ে শুরু করে তারা। পরে দ্বিতীয় ও শেষ টেস্ট ড্র করে ১-০ ব্যবধানে সিরিজ হারে ইংল্যান্ড।

এরপর দক্ষিণ আফ্রিকা সফরে চার ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে ইংল্যান্ড। তবে ওই সিরিজের শুরুটাও ইংলিশদের ছিল হার দিয়ে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়কে সঙ্গী করে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ইংল্যান্ড। গত মার্চে সেই সিরিজটি হতে পারেনি, করোনা প্রার্দুভাবের সিরিজটি বাতিল হয়ে যায়।

শ্রীলঙ্কার বিপক্ষে বাতিল হওয়া সিরিজের আগে চারটি সিরিজে ইংল্যান্ডের শুরুটা হয়েছিল হার দিয়ে। সেই ধারাবাহিতকতায় সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও শুরুটা হার দিয়ে করলো ইংলিশরা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রশংসার জোয়ারে ভাসছে ওয়েস্ট ইন্ডিজ

প্রশংসার জোয়ারে ভাসছে ওয়েস্ট ইন্ডিজ

ঐতিহাসিক টেস্টে  ইংল্যান্ডকে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

ঐতিহাসিক টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

গ্যাব্রিয়েল বিশাল হৃদয়ের ক্রিকেটার : হোল্ডার

গ্যাব্রিয়েল বিশাল হৃদয়ের ক্রিকেটার : হোল্ডার

বাড়িতে শরীর চর্চা করেই ফিট টাইগার ক্রিকেটাররা : দাবি বিসিবির

বাড়িতে শরীর চর্চা করেই ফিট টাইগার ক্রিকেটাররা : দাবি বিসিবির