টেস্ট নেতৃত্বে মমিনুলই উপযুক্ত : তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১
টেস্ট নেতৃত্বে মমিনুলই উপযুক্ত : তামিম

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার কারণে ভারত সফরের আগে টেস্ট দলের নেতৃত্ব পান মমিনুল হক। ভারতের পর পাকিস্তানে এবং দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন তিনি। জিম্বাবুয়ে ছাড়া বাকি দুটিতেই হেরেছে বাংলাদেশ। সর্বশেষ চলমান সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে মমিনুলের নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট দল।

চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের বিশাল লক্ষ্য দিয়েও ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরে যায় বাংলাদেশ। চট্টগ্রাম ওই টেস্টে হারের পর মমিনুনের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে। ব্যাট হাতে সেঞ্চুরি করলেও বোলার ব্যবহারে বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেননি বলে সমালোচনা শুরু হয়। শুধু বোলার ব্যবহারে নয়, স্বাগতিকদের ফিল্ডিংয়েও ছিল না কোন আক্রমণাত্মক।

টেস্ট ক্রিকেটে মমিনুলের অধিনায়কত্ব নিয়ে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন (শুক্রবার) শেষে প্রশ্ন করা হয়েছিল ওপেনার তামিম ইকবালকে। তবে তামিম জানান, বর্তমানে বাংলাদেশের টেস্ট দলের নেতৃত্বে মমিনুলই উপযুক্ত। তার বিকল্প আপতাত দলে কাউকে তিনি দেখেন না।

তামিম বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, এ কাজের (টেস্ট অধিনায়ক) জন্য মমিনুল উপযুক্ত ব্যক্তি। টেস্ট অধিনায়কত্ব সহজ কাজ না। ওয়ানডে বলেন, টি-টোয়েন্টি বলেন -এগুলো একটা দিনের খেলা। টেস্ট অধিনায়কত্ব অনেক কঠিন। ওর (মমিনুল) যে চিন্তাধারা, ওর যে পরিকল্পনা, ওর যে মনোযোগ, ওর যে ভবিষ্যৎ ভাবনা... টেস্ট ক্রিকেটকে যেভাবে দেখে, আমার মনে হয় না, নেতৃত্ব দিতে ওর চেয়ে ভালো কেউ আছে।’

টাইগারদের ওয়ানডে দলনেতা বলেন, ‘একটা বিষয় আপনাদের সবার মাথায় রাখতে হবে, সে খুবই তরুণ। সে ভুল করতেই পারে, এটা যে কোনো অধিনায়কই করে। আর সে এটা থেকে শিখবে। আমি নিশ্চিত, সময়ের সাথে সাথে ও পরিণত হবে। অনেক ভালো কিছু সে করবে। আমাদের দলে টেস্ট ক্রিকেটের দিকে মনোযোগ বেশি, এই সংস্করণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, এমন ক্রিকেটারদের মধ্যে মমিনুলের নাম উপরের দিকেই থাকবে, নিশ্চিতভাবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মমিনুলই সঠিক ব্যক্তি।’

বয়ষে ও অভিজ্ঞতায় জুনিয়র হলেও মমিনুলের অধীনে খেলতে সিনিয়রদের সমস্যা হয় না। এছাড়া সিনিয়র ক্রিকেটাররা সবসময়ই তারপাশেই থাকেন বলে জানান তামিম। বলেন, ‘আমরা অবশ্যই সাপোর্ট দিতে চাই, যখনই আমাদের কিছু বলার থাকে আমরা বলি। ও যেটা ভালো মনে করে সেটা নেয়। যেটা মনে করে এখন দরকার নাই সেটা নেয় না। একজন অধিনায়কের জন্য যা ভালো দিক।’

তামিম আরও বলেন, ‘এমন না যে, সিনিয়র হওয়ার কারণে সবসময় ওকে বলতে থাকি। সময় সময় যখন আমরা অনুভব করি, তখনি আমরা পরামর্শ দিই। এবং সে শোনে, এমন না যে, করে না। সব কথার শেষ কথা, এ কাজের জন্য সেই (মমিনুল) সবচেয়ে উপযুক্ত।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবের পর নাম লেখালেন তাইজুল

সাকিবের পর নাম লেখালেন তাইজুল

বিশ্বকাপ ভারতে, দৃষ্টি বাংলাদেশে

বিশ্বকাপ ভারতে, দৃষ্টি বাংলাদেশে

সাগরিকা এবং একজন মমিনুলের বন্ধুত্ব

সাগরিকা এবং একজন মমিনুলের বন্ধুত্ব

চাপ সামলে ইতিবাচক মনোভাবে বিশ্বাসী মমিনুল

চাপ সামলে ইতিবাচক মনোভাবে বিশ্বাসী মমিনুল