হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ এবার জরিমানার কবলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৩ জুন ২০২১
হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ এবার জরিমানার কবলে

সিরিজের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫৮ রানের ব্যবধানে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। শুধু হারের স্বাদই নয়, হেরে যাওয়া এ ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখেও পড়তে হয়েছে তাদের। হারাতে হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট।

নির্ধারিত সময়ে তিন ওভার বল কম করায় ক্যারিবিয়ান দলের সবাইকে ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। ম্যাচ শেষে মঙ্গলবার (২২ জুন) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইসিসির অনুযায়ী, প্রতি ওভার বাড়তি সময়ের জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ হারে জরিমানা করা হয়। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন অনুসারে, প্রতি ওভার কমের জন্য দুই পয়েন্ট করে কেটে নেওয়া হয়।

যার ফলে তিন ওভারের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রত্যেকের কাছ থেকে ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট দায় স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিকভাবে আর শুনানির প্রয়োজন হয়নি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কেন ফিরছেন না ডি ভিলিয়ার্স?

কেন ফিরছেন না ডি ভিলিয়ার্স?

অজুহাত দেখাতে চান না ব্র্যাথওয়েট

অজুহাত দেখাতে চান না ব্র্যাথওয়েট

দ্বিতীয় প্রোটিয়া হিসেবে টেস্টে কেশব মহারাজের হ্যাটট্রিক

দ্বিতীয় প্রোটিয়া হিসেবে টেস্টে কেশব মহারাজের হ্যাটট্রিক

ব্যাটিং নিয়ে দুঃশ্চিন্তা, ফিল্ডিং নিয়ে নির্ভার মিসবাহ

ব্যাটিং নিয়ে দুঃশ্চিন্তা, ফিল্ডিং নিয়ে নির্ভার মিসবাহ