দ্বিতীয় প্রোটিয়া হিসেবে টেস্টে কেশব মহারাজের হ্যাটট্রিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২২ জুন ২০২১
দ্বিতীয় প্রোটিয়া হিসেবে টেস্টে কেশব মহারাজের হ্যাটট্রিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন দক্ষিণ আফিকান স্পিনার কেশব মহারাজ। দ্বিতীয় প্রোটিয়া হিসেবে এ রেকর্ড গড়েছেন তিনি। ৬১ বছর পর হ্যাটট্রিকের দেখা পেলেন কোনো প্রোটিয়া বোলার।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে দক্ষিণ আফিকা। দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে পাহাড়সম রানের লক্ষ্য দিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কেশব মহারাজের হ্যাটট্রিকে ক্যারিবিয়ানরা বেশ ব্যাকফুটে রয়েছে।

দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেছিলেন জিওফ গ্রিফিন। ১৯৬০ সালে ইংলান্ডের বিপক্ষে লর্ডসে হ্যাটট্রিক করেন গ্রিফিন। এরপরে ৬১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টেস্টে হ্যাট্রিক করলেন কেশব মহারাজ।

sportsmail24

ম্যাচের চতুর্থ ইনিংসের ৩৭তম ওভারে হ্যাট্রিক করেন কেশব মহারাজ। হ্যাটট্রিক করার পথে কাইরন পাওয়েলকে নিজের প্রথম শিকারে পরিণত করেন। ৫১ রানে ব্যাট করা পাওয়েলকে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন কেশব। পাওয়েলের বিদায়ের পরের বলে অলরাউন্ডার জেসন হোল্ডারকে শর্ট লেগ অঞ্চলে কেগান পিটারসেনের ক্যাচে পরিণত করেন তিনি। এরপরের বলে আবারও ফাঁদে ফেলেন আরেক ব্যাটসম্যানকে। এবার কেশবের শিকার হয়েছিলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান জশুয়া ডি সিলভা। ডি সিলভাকেও ক্যাচে তুলে দিতে বাধ্য করেন স্পিনার কেশব মহারাজ।

কেশব মহারাজের হ্যাটট্রিকে মুহূর্তেই ওয়েস্ট ইন্ডিজের স্কোরলাইন ১০৭/৩ থেকে ১০৭/৬ হয়ে যায়। আর এতেই চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির সময়ই জয়ের সুবাতাস পাচ্ছে প্রোটিয়ারা। ইতিমধ্যেই প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। এ সিরিজের মাধ্যমেই শেষ হবে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এবার অবস্ট্রাক্টিং ইন দ্য ফিল্ডের শিকার সোহান

এবার অবস্ট্রাক্টিং ইন দ্য ফিল্ডের শিকার সোহান

টাইগারদের জিম্বাবুয়ে সফরে শঙ্কা নেই, সূচিও ‘চূড়ান্ত’

টাইগারদের জিম্বাবুয়ে সফরে শঙ্কা নেই, সূচিও ‘চূড়ান্ত’

আরও দুই বিশ্বকাপের আয়োজক হতে চায় ভারত

আরও দুই বিশ্বকাপের আয়োজক হতে চায় ভারত

পিএসএলে দলের মালিক হতে চান শোয়েব

পিএসএলে দলের মালিক হতে চান শোয়েব