বাংলাদেশকে বিপদমুক্ত করেও লিটনের আক্ষেপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৬ এএম, ০৮ জুলাই ২০২১
বাংলাদেশকে বিপদমুক্ত করেও লিটনের আক্ষেপ

সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে মেলে ধরতে পারছেন না লিটন দাস। তবে টেস্টে প্রতিনিয়তই নিজেকে নতুন করে চেনাচ্ছেন তিনি। আগের টেস্টগুলোর ধারাবাহিকতায় হারারে টেস্টেও নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ রেখেছেন লিটন। দলকে বিপদ থেকে উদ্ধার করলেও নিজের প্রথম শতকের জন্য অপেক্ষা বাড়িয়ে তুলেছেন।

হারারতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ কাপ্তান মমিনুল হক। তবে সে সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতে ব্যর্থ টপ অর্ডার ব্যাটসম্যানরা। মধ্যাহ্ন বিরতির আগেও প্যাভিলিয়নে ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটসম্যান।

টপ অর্ডারের দ্রুত বিদায়ের পর দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক মমিনুল হক এবং মুশফিক। তবে উইকেটে স্থায়ী হওয়ার আগেই ব্লেসিং মুজারাবানির বলে লেগ বিফোরের শিকার হয়ে প্যাভিলিয়েন ফেরেন মুশফিক। এর পরেই ফিরে যান দীর্ঘদিন পর দলে ফেরা সাকিব আল হাসান। সাকিববের বিদায়ের পর দলের হাল ধরেন লিটন দাস এবং মমিনুল হক।

মমিনুল এবং লিটনের ব্যাটে ভালো মতই আগানো শুরু করেছিল। তবে পূর্বসূরীদের প্যাভিলিয়নে পথে হাটা দেন মমিনুল। ব্যক্তিগত ৭০ রানের বিদায়ের পর বাংলাদেশের সামনে ২০০ রানের আগেই গুটিয়ে যাওয়ার সম্ভাবনা তাড়া করে ফিরছে। সে সময়ই ত্রাণকর্তা হয়ে দাঁড়ান লিটন দাস এবং মাহমুদউল্লাহ রিয়াদ। দুইজন মিলে গড়ে তোলেন ১৩৮ রানের জুটি।

বড় জুটি গড়ার পথে দুইজন মিলে খেলেছেন ২৫৬ বল। টেস্ট মেজাজে দিন শেষ করার লক্ষ্যেই আগাচ্ছিলেন তারা। তবে ৯০ ঘরে এসেই একটু তাড়াহুড়ো শুরু করলেন লিটন। ব্যক্তিগর ৯৫ রানের মাথায় ডোনাল্ড ত্রিপানোর বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়েন ফেরেন লিটন। এর আগেও নার্ভাস নব্বইয়ে কাটা পড়েছিলেন লিটন। এবার নব্বইয়ের ঘরে কাটা পড়ে সেঞ্চুরির অপেক্ষাটাকে আরও দীর্ঘতর করলেন লিটন কুমার দাস।

শেষ খবর পাওয়া পর্যন্ত দীর্ঘদিন পরে দলে ফিরে হাফ সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের দলীয় সংগ্রহ ৮ উইকেটে ২৯০ রান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে মমিনুলের হাফ-সেঞ্চুরি

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে মমিনুলের হাফ-সেঞ্চুরি

এ যেন এক অচেনা সাকিব

এ যেন এক অচেনা সাকিব

অভিষেক টেস্টেই আইসিসির মাস সেরা তালিকায় কনওয়ে

অভিষেক টেস্টেই আইসিসির মাস সেরা তালিকায় কনওয়ে

মুদ্রার উল্টো পিঠে দাঁড়িয়ে লিটনের হাফ-সেঞ্চুরি

মুদ্রার উল্টো পিঠে দাঁড়িয়ে লিটনের হাফ-সেঞ্চুরি