বক্সিং ডে টেস্টে ১৮৫ রানেই গুটিয়ে গেল ইংলিশরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫২ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১
বক্সিং ডে টেস্টে ১৮৫ রানেই গুটিয়ে গেল ইংলিশরা

দুঃসময় যেন পিছু ছাড়ছে না ইংল্যান্ড ক্রিকেট দলের। অ্যাশেজের প্রথম দুই টেস্ট হেরে বেশ বেকায়দায় রয়েছে ইংলিশরা। অধিনায়ক জো রুট কথা দিয়েছিলেন ঘুরে দাঁড়ানোর। তবে বক্সিং ডে টেস্টে আরও করুন অবস্থা। সিরিজ রক্ষার ম্যাচে অস্ট্রেলিয়ার বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রানেই গুটিয়ে গেছে ইংলিশদের ব্যাটিং।

রোববার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হওয়া অ্যাশেজের তৃতীয় টেস্টে ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রান সংগ্রহ করতে পেরেছে ইংল্যান্ড। দল ও নিজের ব্যাটিং নিয়ে আশার বাণী শুনিয়েছিলেন রুট। তবে মাঠে তার কোন কিছুই দেখা মেলেনি, ‘যেই লাউ সেই কদু’।

টস হরে ব্যাট করতে নেমে দিনের শুরুতেই ওপেনার হাসিবকে হামিদকে শূন্য রানে হারায় ইংল্যান্ড। আলেক্স ক্যারির গ্লাভস বন্দি করে তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা অজি দলনেতা প্যাট কামিন্স। এরপর জ্যাক ক্রাউলি (১২) ও ডেভিড মালানকেও (১৪) ফিরিয়ে ইংল্যান্ডকে শুরুতে ধাক্কা দেন তিনি।

অধিনায়কের এমন শুরুর পর বাকিরাও ইংলিশদের চাপে ফেলে। ফলে এক জো রুট ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেনি অজিদের বোলিং লাইনের সামনে। পেস স্পিন মিলিয়ে ইংলিশ ব্যাটারদের সামনে যমদূতের ন্যায় আবির্ভাব হয়েছিলেন অজি বোলাররা।

রুটের ৫০ রানই দলীয় সর্বোচ্চ সংগ্রহ। বাকিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন জনি বেয়ারস্টো। এছাড়া বেন স্টোকস ২৫, অলি রবিনসন ২২ ও জ্যাক লিচ করেন ১৩ রান।

অজি বোলারদের মধ্যে কাউকেই উইকেট বঞ্চিত হতে হয়নি। সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন কামিন্স ও নাথান লায়ন। দুই উইকেট শিকার করেন মিচেল স্টার্ক এবং একটি করে উইকেট পকেটে পুরেন স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রিন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অ্যাশেজের চতুর্থ টেস্টেও অনিশ্চিত হ্যাজলেউড

অ্যাশেজের চতুর্থ টেস্টেও অনিশ্চিত হ্যাজলেউড

‘ডাক’র অর্ধশতক পূর্ণ করলো ইংল্যান্ড

‘ডাক’র অর্ধশতক পূর্ণ করলো ইংল্যান্ড

বক্সিং ডে টেস্টেও নেই হ্যাজলেউড, রিচার্ডসনের বদলি বোল্যান্ড

বক্সিং ডে টেস্টেও নেই হ্যাজলেউড, রিচার্ডসনের বদলি বোল্যান্ড

রুটের চোখে বোলার, অ্যান্ডারসনের দৃষ্টিতে দায়ী ব্যাটাররা

রুটের চোখে বোলার, অ্যান্ডারসনের দৃষ্টিতে দায়ী ব্যাটাররা