‘ডাক’র অর্ধশতক পূর্ণ করলো ইংল্যান্ড

পার্থ প্রতীম রায় পার্থ প্রতীম রায় প্রকাশিত: ০১:২৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১
‘ডাক’র অর্ধশতক পূর্ণ করলো ইংল্যান্ড

বক্সিং ডে টেস্টের দ্বিতীয় ওভারেই অর্ধশতক পূর্ণ করে ইংল্যান্ড। অর্ধশতক মানেই উচ্ছ্বাস, তবে এ অর্ধশতকে ইংল্যান্ড শিবিরে নেই কোনো আনন্দ। বরং, বাড়িয়েছে দূর্ভাবনা। বক্সিং ডে টেস্টের দ্বিতীয় ওভারেই রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার হাসিব হামিদ। চলতি ২০২১ সালে ৫০তম বারের মতো ইংলিশ ব্যাটাররা রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরলেন।

রোববার (২৬ ডিসেম্বর) অ্যাশেজের বক্সিং ডে টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ম্যাচের দ্বিতীয় ওভারেই অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের বলে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন ইংলিশ ওপেনার হামিদ।

এক পঞ্জিকাবর্ষে এক দলের ব্যাটারদের শূন্যের ‘অর্ধশতক’ পূর্ণ করার দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ১৯৯৮ সালে একই ঘটনা ঘটিয়েছিল ইংল্যান্ড। সে বছর ২৮ জন ইংলিশ ব্যাটার ৫৪ বার শূন্য রানে আউট হয়েছিল। 

চলতি বছর হাসিব হামিদসহ ২৫জন ইংলিশ ব্যাটার মোট ৫০ বার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন।

এ রেকর্ডের তিন নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০০ সালে ক্যারিবিয়ান ব্যাটাররা ৪৪ বার ‘ডাক’ মেরেছিল।  এর আগের বছর অস্ট্রেলিয়ান ব্যাটাররা ৪০ বার শূন্য রানে আউট হয়েছিল। এই রেকর্ডের পাঁচ নম্বরে আছে ভারত। ২০১৮ সালে তাদের ব্যাটাররা ৩৯ বার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছিল।

বাংলাদেশ টেস্ট ইতিহাসে ব্যাটারদের সবচেয়ে বেশিবার ‘ডাক’ মারা রেকর্ড ২০০২ সালে। সে বছর বাংলাদেশের ২৪ জন ব্যাটার মোট ৩৫ বার শূন্য রানে আউট হয়েছিলেন।

চলতি ২০২১ সালে সবচেয়ে বেশি ছয়বার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন ইংলিশ ওপেনার ররি বার্নস। এর আগে ১৯৫২ সালে ভারতীয় ওপেনার পঙ্কজ রায় ৫ বার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছিলেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চলে গেলেন সাবেক ইংলিশ অধিনায়ক ইলিংওয়ার্থ

চলে গেলেন সাবেক ইংলিশ অধিনায়ক ইলিংওয়ার্থ

বক্সিং ডে টেস্টেও নেই হ্যাজলেউড, রিচার্ডসনের বদলি বোল্যান্ড

বক্সিং ডে টেস্টেও নেই হ্যাজলেউড, রিচার্ডসনের বদলি বোল্যান্ড

অ্যাশেজে সেঞ্চুরি করতে ‘আত্মবিশ্বাসী’ রুট

অ্যাশেজে সেঞ্চুরি করতে ‘আত্মবিশ্বাসী’ রুট

উইন্ডিজ সফরে অ্যাশেজ খেলা ক্রিকেটার নিচ্ছে না ইংল্যান্ড

উইন্ডিজ সফরে অ্যাশেজ খেলা ক্রিকেটার নিচ্ছে না ইংল্যান্ড