জয়-লিটনের ব্যাটে দুর্দান্ত সেশন, ফলোঅন এড়ালো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪১ পিএম, ০২ এপ্রিল ২০২২
জয়-লিটনের ব্যাটে দুর্দান্ত সেশন, ফলোঅন এড়ালো বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার ৩৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৯৪ রানেই চার উইকেট হারিয়ে ফলোঅনে পড়ার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে ওপেনার মাহমুদুল হাসান জয় এবং লিটন কুমার দাসের ব্যাটে দুর্দান্ত একটি সেশন কাটালো বাংলাদেশ। একই সাথে ফলোঅন এড়িয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিচ্ছেন টাইগাররা।

শনিবার (২ এপ্রিল) দিনের শুরুতেই তাসকিন আহমেদের উইকেট হারায় বাংলাদেশ। এরপর ওপেনার জয়ের সাথে জুটি গড়েন লিটন দাস। দু'জনের ব্যাটে ৮২ রানের জুটি পেয়ে লাঞ্চ ব্রেকে যায় বাংলাদেশ। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে ৮০ রানে মাহমুদুল হাসান জয় এবং ৪১ রানে লিটন দাস অপরাজিত রয়েছেন।

জয়-লিটনের ব্যাটিং দৃঢ়তায় ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে ১৮৩ রান নিয়ে তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতিতে গিছে টাইগাররা। ফলে ৫ উইকেট হাতে নিয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৮৪ রানে পিছিয়ে বাংলাদেশ।

সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩৬৭ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৯৮ রান তুলেছিল বাংলাদেশ। জয় ৪৪ ও নাইটওয়াচম্যান তাসকিন আহমেদ ০ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিনের তৃতীয় ওভারে তাসকিনকে ১ রানে বিদায় দেন দক্ষিণ আফ্রিকার পেসার লিজাড উইলিয়ামস। এরপর জয়ের সাথে জুটি বাঁধেন লিটন। দক্ষিণ আফ্রিকার বোলারদের সতর্কতার সাথে সামলে মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত অপরাজিত থাকেন জয় ও লিটন। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে ৮০ রানে অপরাজিত জয়। ২৩০ বল খেলে ৮টি চার ও ১টি ছক্কা মেরেছেন তিনি।

৬টি চারে ৯০ বলে ৪১ রানে অপরাজিত লিটন। ষষ্ঠ উইকেটে ১৬৯ বলে অবিচ্ছিন্ন ৮২ রান যোগ করেছেন জয়-লিটন জুটি। দক্ষিণ আফ্রিকার সিমোন হার্মার ৪টি ও উইলিয়ামস ১টি উইকেট নেন।

এর আগে দ্বিতীয় দিন ওপেনার সাদমান ইসলাম ৯, নাজমুল হাসান শান্ত ৩৮, অধিনায়ক মমিনুল হক (০) এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম ব্যক্তি৭ রানে সাজঘরে ফিরলে ৯৪ রান চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিয়ারের তৃতীয় টেস্টে জয়ের দ্বিতীয় ফিফটি

ক্যারিয়ারের তৃতীয় টেস্টে জয়ের দ্বিতীয় ফিফটি

ক্যারিয়ার সেরা বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাতেও ‌‘সেরা’ খালেদ আহমেদ

ক্যারিয়ার সেরা বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাতেও ‌‘সেরা’ খালেদ আহমেদ

দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে থামালো বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে থামালো বাংলাদেশ

দুটি টেস্ট খেলতে ৮ মে ঢাকা আসবে শ্রীলঙ্কা

দুটি টেস্ট খেলতে ৮ মে ঢাকা আসবে শ্রীলঙ্কা