শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২৪ এপ্রিল ২০২২
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে ইনজুরির কারণে জায়গা হারিয়েছেন পেসার তাসকিন আহমেদ। তবে পারিবারিক সমস্যার কারণে দক্ষিণ আফ্রিকায় খেলতে না পারা সাকিব আল হাসান ফিরেছেন।

দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে সাদমান ইসলাম, তাসকিন আহমেদ এবং আবু জায়েদ রাহি বাদ পড়েছেন। তাদের বিপরীতে রেজাউর রহমান রাজা এবং সাকিব আল হাসানকে যুক্ত করা হয়েছে। তাসকিনকে বাদ দেওয়া হলেও ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরা শরিফুল ইসলামকে শর্ত সাপেক্ষে স্কোয়াডে রাখা হয়েছে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৫ মে (রোববার)। বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদে অনুষ্ঠিত হবে সিরিজে প্রথম টেস্ট। এরপর ২৩ মে (সোমবার) সিরিজের দ্বিতীয় ও টেস্ট মাঠে গড়াবে মিরপুুরে।

রোববার (২৪ এপ্রিল) স্কোয়াড দেওয়া বিসিবির বিবৃতিতে জানানো হয়, দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল ঢাকায় আসবে ৮ মে। মূল ম্যাচের আগে বিকেএসপিতে ১০ ও ১১ মে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে দুইদল।

প্রথম টেস্টে বাংলাদেশ দল
মমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরি, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিট থাকা সাপেক্ষে)।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড ঘোষণা

বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড ঘোষণা

প্রয়োজনে শ্রীলঙ্কা টেস্টে মোস্তফিজকে ডাকা হবে: বিসিবি সভাপতি

প্রয়োজনে শ্রীলঙ্কা টেস্টে মোস্তফিজকে ডাকা হবে: বিসিবি সভাপতি

বিজয়কে এখনি জাতীয় দলের আশে-পাশে আনা উচিত: মাশরাফি

বিজয়কে এখনি জাতীয় দলের আশে-পাশে আনা উচিত: মাশরাফি

টাইগারদের নিউজিল্যান্ড বধ, আইসিসির চোখে সেরা ‘অঘটন’

টাইগারদের নিউজিল্যান্ড বধ, আইসিসির চোখে সেরা ‘অঘটন’