প্রোটিয়া দলে ফিরলেন বাভুমা-ডুসেন-মহারাজ-ডি ব্রুইন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৪ পিএম, ১৪ নভেম্বর ২০২২
প্রোটিয়া দলে ফিরলেন বাভুমা-ডুসেন-মহারাজ-ডি ব্রুইন

ফাইল ফটো

বিশ্বকাপ শেষ, এবার অস্ট্রেলিয়ার মাঠেই টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এ সিরিজের জন্য ঘোষিত দলে ফিরেছেন তেম্বা বাভুমা, রাসি ভ্যান ডার ডুসেন, কেশব মহারাজ ও তিউনিস ডি ব্রুইন।

ইনজুরি কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন বাভুমা-ডুসেন-মহারাজ। অফ-ফর্মের কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা ব্রুইন ফিরলেন ২০১৯ সালের পর। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করায় আবারও দলে ফিরলেন ব্রুইন।

আঙুলের ইনজুরির কারণে সর্বশেষ ইংল্যান্ড সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি ডুসেন। ইনজুরির কারণে সর্বশেষ টেস্ট সিরিজে না খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন বাভুমা ও মহারাজ। ঘ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ হতে না পারায় দলে সুযোগ হয়নি কিগান পিটারসেনের।

প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ হয়েছে পেসার জেরাল্ড কোয়েটজি। গেল মৌসুমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চারদিনের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন কোয়েটজি। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন তিনি। ওই আসরে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন ২২ বছর বয়সী কোয়েটজি।

১৭ ডিসেম্বর থেকে ব্রিজবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে দক্ষিণ আফ্রিকা। পরের দু’টি টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর ও ৪ জানুয়ারি। টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত।

দক্ষিণ আফ্রিকা টেস্ট দল
ডিন এলগার (অধিনায়ক), তেম্বা বাভুমা, জেরাল্ড কয়েটজি, থিউনিস ডি ব্রুইন, সারেল আরউই, সাইমন হার্মার, মার্কো জানসেন, এনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিদি, এনরিচ নর্টি, কাগিসো রাবাদা, গ্লেন্টন স্টুরম্যান, রসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরাইনে ও খায়া জান্ডো।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

‘আগামী ১০ বছর দাপট দেখাবেন গ্রিন’

‘আগামী ১০ বছর দাপট দেখাবেন গ্রিন’

নিজ কাঁধে দায় নিলেন প্রোটিয়া কোচ

নিজ কাঁধে দায় নিলেন প্রোটিয়া কোচ

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার কেশব মহারাজ

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার কেশব মহারাজ

সফট সিগন্যালের নিয়ম উঠিয়ে দেওয়া আহ্বান স্টোকসের

সফট সিগন্যালের নিয়ম উঠিয়ে দেওয়া আহ্বান স্টোকসের