দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার কেশব মহারাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১৫ আগস্ট ২০২২
দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার কেশব মহারাজ

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন স্পিনার কেশভ মহারাজ। নারী ক্রিকেটারদের মধ্যে এই স্বীকৃতি পেয়েছেন পেসার আয়াবঙ্গা খাকা। রোববার (১৪ আগস্ট) স্থানীয় সময় বিকালে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড এক বর্ণিল আয়োজনে এসব অ্যাওয়ার্ড বিজয়ীর নাম ঘোষণা করে।

২০২১-২২ মৌসুমে ক্রিকেটারদের পারফর্মেন্সের উপর ভিত্তি করেই এসব স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া ক্রিকেটারদের ভোটেও সবার সেরা হয়েছেন মহারাজ ও খাকা।

শেষ এক বছরে তিন ফরম্যাটেই দুর্দান্ত পারফর্ম করেছেন মহারাজ। অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত সময়ের মধ্যে তিন ফরম্যাট মিলিয়ে ৭১ উইকেট শিকার করেছেন তিনি। 

পুরুষ বিভাগে  বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন পেসার কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের অন্যতম প্রধান এই অস্ত্রের  সবশেষ ৮ টেস্টে তার শিকার ৪৩ উইকেট। 

ইনজুরিতে শেষ অলিভিয়েরের ইংল্যান্ড সফর

ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন জানেমান মালান। দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে এই সংস্করণে বিবেচিত সময়ে পঞ্চাশের উপরে গড় রয়েছে তার।

এইডেন মারক্রাম হয়েছেন টি-টোয়েন্টির বর্ষসেরা। অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত সময়ের মধ্যে ৩৯১ রান করেছেন তিনি। ব্যাট করেছেন প্রায় দেড়শো স্ট্রাইক রেটে।

নারী বিভাগে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন লরা উলভার্ট। সদ্য অবসরে নেওয়া লিজেল লি হয়েছেন টি-টোয়েন্টির সেরা । 

সমর্থকদের ভোটে দক্ষিণ আফ্রিকার সেরা ক্রিকেটার হয়েছেন বাঁহাতি ব্যাটার ডেভিড মিলার। বাংলাদেশের বিপক্ষে টেস্টে নাজমুল হোসাইন শান্তকে দুর্দান্ত এক ডেলিভারিতে আউট করেছিলেন স্পিনার সাইমন হারমার। সমর্থকদের ভোটে ওই বলটিই বছরের সেরা ডেলিভারি নির্বাচিত হয়েছে। 

sportsmail24

বর্ষসেরা তরুণ ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন ডানহাতি ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। আন্তর্জাতিক ক্রিকেটে সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন পেসার মার্কো জনসেন। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

ধারাভাষ্যে চার দশকের ক্যারিয়ারের ইতি টানলেন ইয়ান চ্যাপেল

ধারাভাষ্যে চার দশকের ক্যারিয়ারের ইতি টানলেন ইয়ান চ্যাপেল

বাংলাদেশের পর ভারতের বিপক্ষেও সিরিজ জিততে চায় জিম্বাবুয়ে

বাংলাদেশের পর ভারতের বিপক্ষেও সিরিজ জিততে চায় জিম্বাবুয়ে

বিশ্রামে দ্রাবিড়, জিম্বাবুয়ে সিরিজে ভারতের প্রধান কোচ লক্ষ্মণ

বিশ্রামে দ্রাবিড়, জিম্বাবুয়ে সিরিজে ভারতের প্রধান কোচ লক্ষ্মণ

দক্ষিণ আফ্রিকার লিগে লক্ষ্মৌ দলে ডি কক-মায়ার্সসহ পাঁচ তারকা

দক্ষিণ আফ্রিকার লিগে লক্ষ্মৌ দলে ডি কক-মায়ার্সসহ পাঁচ তারকা