জাদেজার ঘূর্ণিতে বিধ্বস্ত অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
জাদেজার ঘূর্ণিতে বিধ্বস্ত অস্ট্রেলিয়া

ভালো অবস্থানে থেকে তৃতীয়দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু রোববার দিনের শুরুতেও বোঝা যায়নি কি হতে চলেছে। ৬৫ রানে এক উইকেট থেকে ১১৩ রানে অলআউট অস্ট্রেলিয়া। রবীন্দ্র জাদেজার ঘূর্ণি জাদুতে নিমিষেই শেষ অস্ট্রেলিয়ার সম্ভাবনা।

প্রথম ইনিংসে এক রানের লিড পেয়েছিল সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য ব্যাটিং ব্যর্থতায় ভারতের লক্ষ্যে দাঁড়ায় মাত্র ১১৫ রান। চার উইকেট হারিয়ে ২৬.৪ ওভারে এই লক্ষ্য ছুয়ে ফেলে স্বাগতিক ভারত।

এই জয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে ২-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

বাঁ-হাতি স্পিনে ৪২ রানে সাত উইকেট নিয়ে বড় অবদান রাখেন জাদেজা। টেস্টে তার আগের সেরা ছিল ৪৮ রানে সাত উইকেট। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার মাত্র দুই ব্যাটার দুই অংকের ঘরে পৌছাতে পারেন। তিন ব্যাটার আউট হন শুন্যতে।

ট্রাভিস হেড ও মার্কাস লাবুশেন দলকে ভালো কিছুর স্বপ্ন দেখিয়েছিলেন। ট্রাভিস করেন ৪৬ বলে সর্বোচ্চ ৪৩ রান। তিনি রবিচন্দ্রন অশ্বিনের শিকার হন। ৫০ বলে ৩৫ রান করা লাবুশেন ফেরেন জাদেজায়।

দুই উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তুলেছিল ৮৫ রান। মাত্র ২৮ রানে তারা শেষ আট উইকেট হারায়। উপমহাদেশের উইকেটে অস্ট্রেলিয়ার কাছে অবশ্য এটা নতুন কিছু না।

তৃতীয় সর্বোচ্চ ৯ রান আসে স্টিভ স্মিথের ব্যাট থেকে। অশ্বিন নেন তিন উইকেট। দশ উইকেটে নিয়ে ম্যাচসেরা হয়েছেন জাদেজা।

১১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ছয় রানে লোকেশ রাহুলকে হারায় ভারত। অন্য প্রান্তে আক্রমণাত্বক খেলতে থাকেন অধিনায়ক রোহিত শর্মা। ২০ বলে ৩১ রান করে রানআউট হয়ে যান তিনি। চেতেশ্বর পুজারাও ৩১ রানে অপরাজিত ছিলেন।

এছাড়া কিরাট কোহলি ২০, শ্রেয়াস আয়ার ১২ এবং শ্রীকর ভরত ২৩*। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া নাথান লায়ন দুটি উইকেট নেন।

ইন্দোরে তৃতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ১ মার্চ।

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

লায়নের পাঁচ উইকেটে এগিয়ে অস্ট্রেলিয়া

লায়নের পাঁচ উইকেটে এগিয়ে অস্ট্রেলিয়া

খাজা-হ্যান্ডসকমের লড়াই

খাজা-হ্যান্ডসকমের লড়াই

শাস্তির কবলে নাগপুর টেস্টের সেরা জাদেজা

শাস্তির কবলে নাগপুর টেস্টের সেরা জাদেজা

অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে ইনিংস ব্যবধানে হারলো অস্ট্রেলিয়া

অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে ইনিংস ব্যবধানে হারলো অস্ট্রেলিয়া