১৫৫ রানের লিডে গুটিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩২ পিএম, ০৫ এপ্রিল ২০২৩
১৫৫ রানের লিডে গুটিয়ে গেল বাংলাদেশ

সাকিব আল হাসানের ঝড়ো ফিফটির পর এবং মুশফিকুর রহিমের সেঞ্চুতিতে বড় লিড়ের পথে হাঁটতেছিল বাংলাদেশ। তবে দিনের শেষ দিকে আয়ারল্যান্ড বোলারদের তোপের মুখে সেদিকে যেতে পারেনি টাইগার ব্যাটাররা। ৩৬৯ রানের গুটিয়ে গেছে টাইগার শিবির। ফলে প্রথমিইনিংস থেকে ১৫৫ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

ঢাকা টেস্টে দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৬৯ রান করেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে ২১৪ রান করেছিল আয়ারল্যান্ড।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিন বুধবার (৫ এপ্রিল) বাংলাদেশের ইনিংসে সেঞ্চুরি করেন মুশফিক। ১৬৬ বল খেলে ১৫টি চার ও ১টি ছক্কায় ১২৬ রান করেন মুশি। টেস্ট ক্যারিয়ারে অভিজ্ঞ এ টাইগার ব্যাটারের এটি দশম সেঞ্চুরি।

মুশফিক ছাড়া ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন অধিনায়ক সাকিব আল হাসান। অনেকটা ওয়ানডে মেজাজে খেলে ৯৪ বলে ৮৭ রান করেন তিনি। তার এ ইনিংসে ১৪টি চারের মার ছিল।

সাকিবের পর তৃতীয় সর্বোচ্চ রান আসে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে। ক্যারিয়ারের চতুর্থ ফিফটি করে সাজঘরে ফিরেন ব্যক্তিগত ৫৫ রান। এছাড়া লিটন দাসের ব্যাট থেকে আসে ৪৩ রান। তবে পরের ব্যাটাররা ছিলেন যাওয়া-আসার মাঝে। ফলে ৩৬৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

আয়ারল্যান্ডের পক্ষে বল হাতে অফ-স্পিনার অ্যান্ডি ম্যাকব্রিন ১১৮ রানে ৬ উইকেট নিয়েছেন।


শেয়ার করুন :