টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, খেলা হবে ৪৫ ওভার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩২ পিএম, ১২ মে ২০২৩
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, খেলা হবে ৪৫ ওভার

চেমসফোর্ডে বৃষ্টির কারণে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচটিও পরিত্যক্ত হওয়ার শঙ্কায় পড়েছিল। তবে বৃষ্টি থেমে যাওয়ায় আশার আলো ফুটেছে। দুই ঘণ্টারও বেশি সময় পর মাঠে গড়ানো ম্যাচটির অনুষ্ঠিত হবে ৪৫ ওভারে।

ম্যাচের দৈর্ঘ্য কমে আসা বৃষ্টি ভেজা মাঠে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে একাদশে কোন পরিবর্তন আনেনি বাংলাদেশ। আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। ফলে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ব্রেঞ্চে বসেই কাটাতে হচ্ছে।

বাংলাদেশের ন্যায় স্বাগতিক আয়ারল্যান্ড একাদশেও কোন পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ, দুই দলই তাদের আগের ম্যাচের একদাশ নিয়ে মাঠে নেমেছে।

এদিকে, বৃষ্টির কারণে খেলা ৪৫ ওভারে নেমে আসায় একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার বল করতে পারবেন।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ড্রু বালবার্নি, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, জশ লিটল, গ্রাহাম হিউম।


শেয়ার করুন :