পাঁচ বছর পর সিলেটে ফিরছে টেস্ট ক্রিকেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩
পাঁচ বছর পর সিলেটে ফিরছে টেস্ট ক্রিকেট

ফাইল ফটো

দীর্ঘ পাঁচ বছর পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফিরছে টেস্ট ম্যাচ। বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেটে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে ডাচ বাংলা ব্যাংকের নাম ঘোষণা করার সময় এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২১, ২৩ এবং ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। খেলা শুরু হবে দুপুর ২টায়।

সিরিজটিতে প্রথম সারির খেলোয়াড়দের বিশ্রামে রেখে ইতিমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। সিরিজটি খেলতে ইতিমধ্যে নিউজিল্যান্ড ক্রিকেট দলও ঢাকা পোঁছেছে। সোমবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনও করেছে তারা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে বিশ্বকাপ খেলতে ভারতে চলে যাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বিশ্বকাপ শেষে আবারও বাংলাদেশ সফরে আসবে তারা। সেই সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশও ও নিউজিল্যান্ড।

২৮ নভেম্বর থেকে সিলেটে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ৬ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরমধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর সিলেটে আবারও টেস্ট ম্যাচ ফিরছে।

২০১৮ সালে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি দেশের সপ্তম টেস্ট ভেন্যু হিসেবে পরিচিতি পেয়েছিল। ওই টেস্টে জিম্বাবুয়ের কাছে ১৫১ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।


শেয়ার করুন :