বাটলার-কারান বিধ্বস্ত ইংল্যান্ড, ভারতের টার্গেট ২৪৫

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৮
বাটলার-কারান বিধ্বস্ত ইংল্যান্ড, ভারতের টার্গেট ২৪৫

ছবি : ক্রিকইনফো

সাউদাম্পটন টেস্ট জয়ের জন্য ভারতকে ২৪৫ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। পথম ইনিংসে ২৪৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৭১ অলআউট হয় ইংলিশরা। প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ছিল ২৭৩ রান।

দ্বিতীয় দিন ভারতকে অলআউট করে দিয়ে দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬ রান তুলেছিল ইংল্যান্ড। ১০ উইকেট হাতে নিয়ে ২১ রানে পিছিয়ে ছিল ইংলিশরা।

ইংল্যান্ডের উপরের সারির ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক জো রুট ৪৮, কিটন জেনিংস ৩৬ ও বেন স্টোকস ৩০ রান করেন। তবে সাত নম্বরে ব্যাট হাতে নেমে ৬৯ রানের মূল্যবান ইনিংস খেলেন উইকেটরক্ষক বাটলার। কারান ৪৬ রানে ফিরেন। ভারতের মোহাম্মদ সামি ৪টি ও ইশান্ত শর্মা ২টি উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস : ২৪৬
ভারত ১ম ইনিংস : ২৭৩

ইংল্যান্ড ২য় ইনিংস : ৯১.৫ ওভারে ২৬০/৮ (আগের দিন ৬/০) (কুক ১২, জেনিংস ৩৬, মইন ৯, রুট ৪৮, স্টোকস ৩০, বাটলার ৬৯, কারান ৩৭*, রশিদ ১১; অশ্বিন ১/৭৮, বুমরাহ ১/৫১, ইশান্ত ২/৩৬, শামি ৩/৫৩, পান্ডিয়া ০/৩৪)।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলের ড্রাফট ২৫ অক্টোবর, থাকছে রিভিউ

বিপিএলের ড্রাফট ২৫ অক্টোবর, থাকছে রিভিউ

ছয় মাসের জন্য নিষিদ্ধ হলেন সাব্বির

ছয় মাসের জন্য নিষিদ্ধ হলেন সাব্বির

গাভাস্কারের পর যে রেকর্ড কোহলির

গাভাস্কারের পর যে রেকর্ড কোহলির

বিশ্রামে কোহলি, এশিয়া কাপে ভারতের অধিনায়ক রোহিত

বিশ্রামে কোহলি, এশিয়া কাপে ভারতের অধিনায়ক রোহিত