২০৩ রানে লিড দিল বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২১ এএম, ২৪ নভেম্বর ২০১৮
২০৩ রানে লিড দিল বাংলাদেশ

ছবি: ক্রিকইনফো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্রগ্রাম টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ১২৪ রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ। ফলে ২০৩ রানে লিড দিয়েছে স্বাগতিকরা।

দ্বিতীয় দিনে ৫৫ রান ৫ উইকেটে হারিয়ে আজ শনিবার তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে খেলা শুরু করে বাংলাদেশ। শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬৯ রানে গ্যাব্রিয়েলের বলে বোল্ড হয়ে যান 'মি. ডিপেন্ডেবল' খ্যাত মুশফিকুর রহিম (১৯)। তরুণ মেহেদী হাসান মিরাজ ইনিংস লম্বা করতে পারেননি। দেবেন্দ্র বিশুর বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ১৮ রান করে।

সর্বোচ্চ ৩১ রান করা মাহমুদউল্লাহ রিয়াদ এবং নাঈম হাসানকেও (৫) প্যাভিলিয়নে ফেরত পাঠান বিশু। মোট ৪ উইকেট তুলে নিয়েছেন এই স্পিনার। 
রোস্টন চেইসের বলে তাইজুল (১) ওয়ারিক্যানের তালুবন্দি হলে ১২৫ রানে অল-আউট হয় বাংলাদেশ। চেইসের শিকারসংখ্যা ৩টি এবং ওয়ারিক্যানের দুটি।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে ৩২৪ রানের জবাবে ম্যাচের দ্বিতীয় দিনে গতকাল দুই সেশনে অল-আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। তাদের সংগ্রহ ছিল ২৪৬ রান। বাংলাদেশ লিড পায় ৭৮ রানের।  গতকালই শেষ সেশনে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।

অহেতুক শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দেন ব্যাটসম্যানরা। ৩৫ রানের মধ্যে ৪ উইকেট হারানোর পর ৫ উইকেটে ৫৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ।


শেয়ার করুন :


আরও পড়ুন

লিড পেয়েও দিন শেষে চিন্তায় বাংলাদেশ

লিড পেয়েও দিন শেষে চিন্তায় বাংলাদেশ

অভিষিক্ত নাঈম হাসানের বিশ্বরেকর্ড

অভিষিক্ত নাঈম হাসানের বিশ্বরেকর্ড

ঢাকা টেস্টে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল

ঢাকা টেস্টে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল

অভিষিক্ত নাঈমের ঘূর্ণিতে বাংলাদেশের লিড

অভিষিক্ত নাঈমের ঘূর্ণিতে বাংলাদেশের লিড