শ্রীলঙ্কার বোলিং তোপে দিশেহারা দক্ষিণ আফ্রিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯
শ্রীলঙ্কার বোলিং তোপে দিশেহারা দক্ষিণ আফ্রিকা

ছবি: ক্রিকইনফো

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফার্নান্দো-রাজিথারের বোলিং তোপে ব্যাটিংয়ে নেমে ২২২ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ডি কক ও মার্করাম ছাড়া বাকী প্রোটিয়া ব্যাটসম্যানদের ব্যাটে তেমন কোন রান আসেনি।

ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমেই লঙ্কান পেসারদের তোপে পড়ে প্রোটিয়ারা। বিশ্ব ফার্নান্ডো এবং কাসুন রাজিথার পেসে মাত্র ১৫ রান তুলতেই সাজঘরে ফিরে যান ডিন এলগার, হাশিম আমলা এবং টিমসেম বাভুমা।

উদ্বোধনী ব্যাটসম্যান এলগার ৬ রান করতে পারলেও রানের খাতা খোলা হয়নি আমলা এবং বাভুমার। অধিনায়ক ডু প্লেসিস ২৫ এবং ওপেনার মারক্রাম ৬০ রানের ইনিংস খেলে প্রাথমিক চাপটা সামাল দেন। কিন্তু হয়নি কাজের কাজ।

শেষদিকে একাই লড়ে যান কুইন্টন ডি কক। ডানহাতি পেসার কাগিসো রাবাদার সঙ্গে ইনিংস সর্বোচ্চ ৫৯ রানের জুটি গড়েন তিনি। রাবাদা আউট হন ২২ রান করে। দলীয় ২১৬ রানের মাথায় অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হন কক।

আউট হওয়ার আগে প্রায় ওয়ানডে ব্যাটিং করে ১২ চারের মারে ৮৭ বলে ৮৬ রান করেন কক। তিনি আউট হওয়ার পর ৬ রান যোগ করেই থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস।

শ্রীলঙ্কার পক্ষে বল হাতে ৩টি করে উইকেট নেন বিশ্ব ফার্নান্ডো এবং কাসুন রাজিথা। এছাড়া ধনঞ্জয় ডি সিলভা ২ এবং দিমুথ করুনারাত্নে নিয়েছেন ১টি উইকেট।


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রশংসায় ভাসছেন ‘টেস্ট নায়ক’ পেরেরা

প্রশংসায় ভাসছেন ‘টেস্ট নায়ক’ পেরেরা

টেস্ট অভিষেকেই পাঁচ উইকেট নিলেন এম্বুলডেনিয়া

টেস্ট অভিষেকেই পাঁচ উইকেট নিলেন এম্বুলডেনিয়া

দশম উইকেটে শ্রীলঙ্কাকে ঐতিহাসিক টেস্ট জয় উপহার দিল পেরেরা

দশম উইকেটে শ্রীলঙ্কাকে ঐতিহাসিক টেস্ট জয় উপহার দিল পেরেরা

‘সমকামী’ বলায় ক্ষমা চাইলেন গ্যাব্রিয়েল

‘সমকামী’ বলায় ক্ষমা চাইলেন গ্যাব্রিয়েল