আফগানিস্তান দলে ডাক পেলে জহির-শিরজাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৫ পিএম, ১৩ মার্চ ২০১৯
আফগানিস্তান দলে ডাক পেলে জহির-শিরজাদ

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য আফগানিস্তান দলে ডাক পেলেন বাঁ-হাতি স্পিনার জহির খান ও পেসার সৈয়দ শিরজাদ। আসন্ন টেস্টটির জন্য আগেই ১৪ জনের দল ঘোষণা করেছিলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেই দলে ছিলেন না জহির ও শিরজাদ। এবার তারা সুযোগ পাওয়ায় দলটি ১৬ সদস্যের হলো।

জহিরের ফিটনেস রিপোর্টের জন্য অপেক্ষা করছিলো এসিবি। অবশেষে ফিট হয়ে যাওয়ায় এক ওয়ানডে খেলা জহিরকে দলে নিলো এসিবি। প্রথম শ্রেণীর ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স রয়েছে তার। ৭ ম্যাচে ৩৪ উইকেট শিকার করেছেন ২০ বছর বয়সী জহির।

পারফরমেন্সে উজ্জ্বল পেসার শিরজাদও। ১৫টি প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৯ উইকেট ঝুলিতে ভরেছেন তিনি। এরমধ্যে চারবার ইনিংসে পাঁচ উইকেট নেয়ার নজির গড়েছেন শিরজাদ।

জহির-শিরজাদকে দলে নেয়ার ব্যাপারে এসিবি’র প্রধান নির্বাচক দাওলাত আহমাদজাই বলেন, ‘প্রথম শ্রেণীর ক্রিকেটে জহির-শিরজাদের বোলিং রেকর্ড ভালো। আইসিসি ইন্টারকন্টিনেনটাল কাপে আফগানিস্তানের হয়ে খেলেছেন দু’জনে। জহিরের ফিটনেস রিপোর্টের জন্য অপেক্ষায় ছিলাম আমরা। এখন সে পুরোপুরি সুস্থ। ১৪ জনের পূর্বের ঘোষিত দলে ছিলেন না জহির। এবার তাকে সেখানে যোগ করা হলো। শিরজাদের ফিটনেস নিয়ে কোন সমস্যা ছিলো না। দলের প্রয়োজনে অতিরিক্ত পেসার হিসেবে সুযোগ পেলেন শিরজাদ।’

আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে আফগানিস্তান-আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট।

আফগানিস্তান দল :
আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), এহসানুল্লাহ জানাত, জাভেদ আহমাদি, রহমত শাহ, নাসির জামাল, হাশমতউল্লাহ শাহিদি, ইকরাম আলিখাইল, মোহাম্মদ নবী, রশিদ খান, ওয়াফাদার মোমান্ড, ইয়ামিন আহমাদজাই, সরফুদ্দিন আশরাফ, ওয়াকার সালামখাইল, জহির খান ও সৈয়দ শিরজাদ।


শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের সিরিজ বাতিল

আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের সিরিজ বাতিল

আফগানিস্তানকে হারিয়ে আয়ারল্যান্ডের সিরিজ ড্র

আফগানিস্তানকে হারিয়ে আয়ারল্যান্ডের সিরিজ ড্র

বাংলাদেশের বিপক্ষে দলে ডাক পেলেন ব্লানডেল

বাংলাদেশের বিপক্ষে দলে ডাক পেলেন ব্লানডেল

বিশ্বসেরা খেলোয়াড়ের তালিকায় মাশরাফি-সাকিব-মুশফিক

বিশ্বসেরা খেলোয়াড়ের তালিকায় মাশরাফি-সাকিব-মুশফিক