আবারও খেলব কি-না জানতাম না : স্মিথ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৬ পিএম, ০২ আগস্ট ২০১৯
আবারও খেলব কি-না জানতাম না : স্মিথ

ফাইল ছবি

টেস্ট ক্রিকেটে রাজকীয় প্রত্যাবর্তন হলো অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের। বল টেম্পারিংয়ের দায়ে এক বছর নিষিদ্ধ থাকার পর টেস্ট ক্রিকেটে ফিরেই সেঞ্চুরি করলেন তিনি। কঠিন এক পরিস্থিতি অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই নিজের ব্যাটিং কারিশমা দেখান স্মিথ।

১২২ রানে অষ্টম উইকেট পতনের পর টেল-এন্ডারদের নিয়ে অসাধারণ লড়াই করেছেন স্মিথ। সাথে পেয়েছেন ৬৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ২৪তম সেঞ্চুরি। সেঞ্চুরির ইনিংসে ১৪৪ রানে আউট হন স্মিথ। তার এ অনন্য সাধারণ ইনিংসের সুবাদে ২৮৪ রানের ভালো একটি সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

ম্যাচের প্রথম দিন শেষে সংবাদ সস্মেলনে এসে আবেগে-আপ্লুতও হলেন স্মিথ। বলেন, ‘এত বড় ঘটনার পর আমি আবারও টেস্ট ক্রিকেটে খেলতে পারবো, তা জানতাম না।’

২০১৮ সালের মার্চে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিংয়ের জড়িত থাকার দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ হন স্মিথ। তার সাথে ওপেনার ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। তবে বল টেম্পারিং করা ক্যামেরন ব্যানক্রফট নিষেধাজ্ঞা পান ৯ মাসের।

নিষেধাজ্ঞার লজ্জার পরও ভেঙে পড়েননি ওয়ার্নার-স্মিথ-ব্যানক্রফটরা। সাহস রেখেছেন। নিষেধাজ্ঞার মাঝেও ক্রিকেটের প্রতি সম্মান-ভালোবাসা একটুকুও কমেনি তাদের। নিষেধাজ্ঞা শেষ হতেই দ্বাদশ বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে যান ওয়ার্নার-স্মিথ। সুযোগ পেয়ে নিজেদের প্রমাণও করেন ওয়ার্নার-স্মিথ।

ওয়ার্নার ভয়ঙ্কর রূপ দেখালেও, স্মিথ মোটামুটি ভালো পারফরমেন্সই করেন। ওয়ার্নার ১০ ইনিংসে ৬৪৭ রান ও স্মিথ ৩৭৯ রান করেন। বিশ্বকাপে ওয়ার্নারের মত আহামরি পারফরমেন্স করতে না পারলেও টেস্টে নিজেকে উজার করে দিতে মুখিয়ে ছিলেন স্মিথ।

অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম দিনই বড় চমক দেখিয়েছেন স্মিথ। স্কোরবোর্ডে ১২২ রান উঠতেই ৮ ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরেন। অন্যপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের যাওয়া-আসা দেখেছেন স্মিথ। তারপরও মনের ভেতর লুকিয়ে থাকা লক্ষ্য থেকে বিচ্যুত হননি তিনি।

শেষ দুই ব্যাটসম্যান পিটার সিডল-নাথান লিঁও’কে নিয়ে ১৬২ রান যোগ করেন স্মিথ। তিনি নিজে স্বাদ নিয়েছেন সেঞ্চুরির। সিডল করেন ৪৪ ও লিঁও করেন অপরাজিত ১২ রান।

এমন রাজকীয় প্রত্যাবর্তনের পুরনো স্মৃতিকে মনে করতে ভুল করেননি স্মিথ। তিনি বলেন, গত ১৫ মাস এমন সময় ছিল যে, আমি জানতামই না আর কখনও ক্রিকেটে ফিরতে পারব। এক পর্যায়ে এ জন্য ভালোবাসা হারিয়েছি। পাশাপাশি কনুইয়ের অস্ত্রোপচারের পর হতাশ হয়ে পড়েছিলাম। এমন পরিস্থিতি সত্যিই উদ্ভট। তবে সবকিছু যখন আবারও ঠিক হলো, আমি অনেক ভালোবাসা পেলাম।

তিনি বলেন, আমি জানি না কেমন করে সব হলো, তবে আবারও ভালোভাবে ফিরতে মুখিয়ে ছিলাম। আমি খেলতে চেয়েছিলাম। আমি মাঠে যেতে চেয়েছি এবং অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চেয়েছি। আমি মনে করি, মানুষকে গর্বিত করতে পেয়েছি এবং সকলের যা পছন্দ তা করতে পেরেছি।

অস্ট্রেলিয়ার হয়ে আবারও আন্তর্জাতিক ম্যাচ খেলতে পেরে খুশি স্মিথ। বলেন, এ ম্যাচের মত ভালোবাসা আমি এর আগে এমন অনুভব করিনি, যা এখানে ছিল। ভাগ্যক্রমে এ ভালোবাসা ফিরে এসেছে এবং এ অবস্থায় আসতে পেরে আমি সত্যি কৃতজ্ঞ। আমি আবারও অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পেরেছি এবং যা আমি পছন্দ করি।

দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামার আগে কী পরিকল্পনা ছিল স্মিথের? বলেন, ‘সত্যিই বলতে কি করতে হবে তা আমি জানতাম না। দীর্ঘদিন পর এমন মুর্হূত এসেছিল, তবে আমি ঠিক যে আমি জানতাম না। সত্যি বলতে এ সময় আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম।’

নিষেধাজ্ঞা থেকে ফিরেই সেঞ্চুরি পেয়ে কেমন অনুভূতি স্মিথের -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সত্যিই আমি গর্বিত যে দলের মহাবিপদের সময় সহায়তা করতে পেরেছি। অবশ্যই প্রথম দুই সেশনে ইংল্যান্ড দারুণ ব্যাটিং করেছে। তারা পরিশ্রম করেছে অনেক। তবে আমি গর্বিত যে, দলের কঠিন সময়ের মুখে নিজেকে মেলে ধরতে পেরেছি এবং লড়াই করতে সক্ষম হয়েছি ও ভালো সংগ্রহ এনে দিতে পেরেছি।’

এ সেঞ্চুরিকে অন্যতম সেরা শতক বলছেন স্মিথ। বলেন, ‘আমার মনে হয়, এটিই আমার অন্যতম সেরা সেঞ্চুরি। অবশ্যই অ্যাশেজের প্রথম টেস্টর সকালে খেলাটা কঠিন ছিল, তাই অনেক সংগ্রাম করতে হয়েছে। অনেক ডেলিভারিতে আমাকে পরাস্ত হতে হয়েছে, কিন্তু নিজেকে সামলে নিয়েছি এবং পরের বলের জন্য মনোনিবেশ করেছি। আমি জানি, অ্যাশেজের প্রথম টেস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি সহজে নিজের উইকেট বিলিয়ে দিতে চাইনি। আমি লড়াই করতে চেয়েছি এবং ভাগ্যক্রমে আমি তা পেরেছি।’


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্টে ফেরাটা রাজকীয় করলেন স্মিথ

টেস্টে ফেরাটা রাজকীয় করলেন স্মিথ

অ্যাশেজে ব্রডের অন্যরকম সেঞ্চুরি

অ্যাশেজে ব্রডের অন্যরকম সেঞ্চুরি

অ্যাশেজ ইতিহাসে সর্বোচ্চ রান করা পাঁচ ব্যাটসম্যান

অ্যাশেজ ইতিহাসে সর্বোচ্চ রান করা পাঁচ ব্যাটসম্যান

অ্যাশেজ থেকে আর্চার-স্টোন-কারানকে ছেড়ে দিয়েছে ইংল্যান্ড

অ্যাশেজ থেকে আর্চার-স্টোন-কারানকে ছেড়ে দিয়েছে ইংল্যান্ড