ছেলের ডেঙ্গু হওয়ায় খেলছেন না ইমরুল কায়েস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৫ পিএম, ৩১ আগস্ট ২০১৯
ছেলের ডেঙ্গু হওয়ায় খেলছেন না ইমরুল কায়েস

বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সফরে ইমরুল কায়েস না থাকায় বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল। তবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নির্বাচকদের বিবেচনায় খুব ভালোভাবে ছিলেন ইমরুল কায়েস। সেখানেও শেষ পর্যন্ত জাগয়া হয়নি তার।

আফগানিস্তানের বিপক্ষে ইমরুল কায়েসকে দলে না রাখার কারণ তার ফর্ম বা খেলা সংক্রান্ত কোন কিছু না। ছেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় বাঁহাতি এ ওপেনারকে চট্টগ্রাম টেস্টের জন্য দলে ডাকা হয়নি।

বিশ্রামের কারণে তামিম ইকবাল ছুটি নিয়েছেন। তামিম না থাকায় উদ্বোধনী জুটিতে সাদমান ইসলামের সঙ্গী কে হবেন এ নিয়ে ছিল আলোচনা। ওপেনার হিসেবে দলে সুযোগ পাওয়ার দৌঁড়ে ছিলেন ইমরুল কায়েস। তবে ছেলে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় শেষ পর্যন্ত খেলছেন না ইমরুল।

এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘ওপেনিংয়ে ইমরুলকে আমরা বিবেচনা করেছিলাম। ছেলে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় সে খেলতে পারবে না। তবে আমরা ব্যাক-আপ ওপেনার রেখেছি, সৌম্য-লিটনকে। আমরা আশা করবো ইমরুল দ্রুতই ক্রিকেটে ফিরবে।’

শেষ দুই টেস্টে উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গী ছিলেন সাদমান ইসলাম। তরুণ এ ব্যাটসম্যানের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে পারেন সৌম্য সরকার কিংবা লিটন দাস।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে সুযোগ পাননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও। তবে দলে অধিনায়ক হয়েই ফিরেছেন সাকিব আল হাসান। তার সাথে ফিরেছেন ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ও পেসার তাসকিন আহমেদ।


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট দলে নেই মোস্তাফিজ, ফিরলেন তাসকিন

টেস্ট দলে নেই মোস্তাফিজ, ফিরলেন তাসকিন

সাত উইকেট নিয়ে প্রস্তুতি সারলো নাঈম

সাত উইকেট নিয়ে প্রস্তুতি সারলো নাঈম

রশিদকে বড় হুমকি মনে করছেন সাকিব

রশিদকে বড় হুমকি মনে করছেন সাকিব

সন্তানের মুখ দেখতে ছুটি নিয়েছেন রুবেল

সন্তানের মুখ দেখতে ছুটি নিয়েছেন রুবেল