বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বশেষ টেস্ট ক্রিকেট খেলেছিলেন ২০১৯ সালের নভেম্বরে, ভারতের বিপক্ষে। দীর্ঘ পাঁচ বছর (১৬ দিন কম) জাতীয় দলের সাদা পোষাক না পড়া ইমরুল কায়েস এবার টেস্টকে বিদায় বলে দিলেন। ১৬ নভেম্বর মিরপুর হোম অব ক্রিকেটে সাদা পোষাকে প্রথম শ্রেণির ক্রিকেটেরও শেষ ম্যাচ খেলবেন তিনি।
বুধবার (১৩ নভেম্বর) স্যোলাল মিডিয়ায় নিজের ভেড়িফায়েড পেজে এক ভিডিও বার্তায় ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।
ভিডিও বার্তায় ইমরুল কায়েস বলেন, “আসসালামুআলাইকুম, আমি ইমরুল কায়েস। বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে একটা বিষয় জানাতে চাচ্ছি। আমি খুব শীঘ্রই আমার ক্রিকেট ক্যারিয়ারের একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি।”
তিনি বলেন, “আগামী ১৬ নভেম্বর আমি আমার টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সাথে আমি প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারেরও সমাপ্ত ঘোষণা করতে যাচ্ছি। এটি আমার জীবনের ১৭ বছরের সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত।”
আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে ৩৯ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ১৭৯৭ রান করেছেন ইমরুল কায়েস। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে, কলকাতায় ভারতের বিপক্ষে পিংক বল টেস্টে।
ভারতের বিপক্ষে ঐতিহাসিক ওই ম্যাচের প্রথম ইনিংসে ৪, পরের ইনিংসে ৫ রানের বেশি করতে পারেননি। ব্যাট হাতে এমন পারফম্যান্সের পর আর দেশের টেস্ট ক্রিকেটে ডাক পাননি ইমরুল কায়েস।
১৬ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের জার্সিতে ঢাকার বিপক্ষে খেলতে নামবেন ইমরুল কায়েস। সাদা পোষাকে সেটাই হবে ইমরুল কায়েসের শেষ টেস্ট ম্যাচ।