২৩ বছরের বন্ধ্যাত্ব ঘোচানোর মিশনে পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৮ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০
২৩ বছরের বন্ধ্যাত্ব ঘোচানোর মিশনে পাকিস্তান

রাওয়ালপিন্ডিতে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান। ২৩ বছরের বন্ধ্যাত্ব ঘোচানোর মিশন পাকিস্তানের।

২৩ বছর আগে ১৯৯৭ সালে একই ভেন্যুতে সর্বশেষ টেস্ট জিতেছিল পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ২৯ রানে হারিয়েছিল স্বাগতিকরা।

ওই জয়ের পর তিনটি টেস্ট খেলেছে পাকিস্তান। তিনটিতেই হেরেছে তারা। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৯৯ রানে হারে পাকিস্তান। ২০০০ সালে শ্রীলঙ্কার কাছে ২ উইকেটে হারের স্বাদ নেয় তারা। ২০০৪ সালে ভারতের কাছে ইনিংস ও ১৩১ রান হারে পাকিস্তান।

তবে গেল ডিসেম্বরে রাওয়ালপিন্ডিতে হারের বৃত্ত থেকে বের হয় পাকিস্তান। শ্রীলঙ্কার সাথে ড্র করে।

এ ভেন্যুতে ৯ ম্যাচে ৩টি করে জয়-হার-ড্র’র স্বাদ নিয়েছে পাকিস্তান। অন্য দু’টি জয় ১৯৯৩ ও ১৯৯৬ সালে।


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংলিশ প্রিমিয়ার লিগের আনন্দ কেড়ে নিচ্ছে ‘ভিএআর’

ইংলিশ প্রিমিয়ার লিগের আনন্দ কেড়ে নিচ্ছে ‘ভিএআর’

হেরে যাওয়া ম্যাচে কোহলিদের বড় অংকের জরিমানা

হেরে যাওয়া ম্যাচে কোহলিদের বড় অংকের জরিমানা

বিসিএলের দ্বিতীয় রাউন্ডে খেলবেন মুশফিক-ইমরুল

বিসিএলের দ্বিতীয় রাউন্ডে খেলবেন মুশফিক-ইমরুল

৫০ ওভারের স্কুল ক্রিকেটে ৪৫৫ রানের রেকর্ড

৫০ ওভারের স্কুল ক্রিকেটে ৪৫৫ রানের রেকর্ড