টিম পেইন অধিনায়ক হিসেবে দুর্দান্ত : নাথান লায়ন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১৪ এপ্রিল ২০২০
টিম পেইন অধিনায়ক হিসেবে দুর্দান্ত : নাথান লায়ন

ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক টিম পেইন দায়িত্ব পাওয়ার পর থেকে বেশ কিছু সাফল্য পেয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দলের সাফল্যে অধিনায়ক পেইনকে প্রশংসায় ভাসালেন স্পিনার নাথান লায়ন। তিনি বলেন, পেইন অধিনায়ক হিসেবে দুর্দান্ত, আমি চাই সে তার অধিনায়কত্ব দীর্ঘ হোক।

২০১৮ সালে বল টেম্পারিং কাণ্ডে জড়ান তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরুন ব্যানক্রাফট। বল টেম্পারিং কাণ্ডে জড়ানোয় অধিনায়কত্ব হারান স্মিথ, সেই সাথে ১ বছরের নিষেধাজ্ঞায় পড়েন। তারপরই অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া যায় টিম পেইনের কাঁধে। তার অধিনায়কত্বে অ্যাশেজে ড্র ও ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় ছাড়াও ভালো করে অজিরা।

সাংবাদিকদের সাথে ভিডিও কনফারেন্সে লায়ন বলেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটে টিম পেইন সত্যিই অবিশ্বাস্য। তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা সত্যিই দুর্দান্ত। সে যখন প্রথম দলে আসে তখন সে বেশ ভালো করেছে, এমনকি ঘরোয়া ক্রিকেটেও দারুণ ছিল।

তিনি বলেন, আমার মনে হয় তিনি অধিনায়ক হিসেবে সামনে আরও ভালো করবেন। আমি তার অধীনে খেলতে পছন্দ করি। প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে নিজের যে রসাত্মকতা প্রকাশ করেছেন এটিই একেবারেই সঠিক। আমি মনে করি অস্ট্রেলিয়ার জনগণ টিমকে সত্যিই শ্রদ্ধা করে।

লায়ন জানান, টিম পেইন উইকেটরক্ষক হওয়ায় তার সাথে ব্যক্তিগতভাবে বেশ ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। আর টিম পেইন আরও দীর্ঘদিন অধিনায়কত্বে অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমার বোলিং ও কৌশল নিয়ে আমরা আলোচনা করি। আমি মনে করি সেরা একজনের সাথে ছিলাম। যখন আমি বল করার জন্য দৌঁড়েছি তখন সে আত্মবিশ্বাস দিত। তার খেলার জ্ঞান ও দৃষ্টিভঙ্গি প্রখর। সে জানে আমি কখন ভালো করি যখন আমাকে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে উন্নতি করতে হবে।



শেয়ার করুন :


আরও পড়ুন

ধোনি কিভাবে দলে সুযোগ পাবে : গৌতম গম্ভীর

ধোনি কিভাবে দলে সুযোগ পাবে : গৌতম গম্ভীর

করোনায় প্রথম কোন ক্রিকেটারের মৃত্যু

করোনায় প্রথম কোন ক্রিকেটারের মৃত্যু

ডি ভিলিয়ার্সের স্বপ্নে করোনা বাধা

ডি ভিলিয়ার্সের স্বপ্নে করোনা বাধা

কোহলিকে ছাড়িয়ে যাবে বাবর : রাজা

কোহলিকে ছাড়িয়ে যাবে বাবর : রাজা