টেস্টে নেতৃত্ব পাবেন না ডি কক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ১৭ এপ্রিল ২০২০
টেস্টে নেতৃত্ব পাবেন না ডি কক

দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটের নেতৃত্ব পাবেন না কুইন্ট ডি কক। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডে পূর্ণকালীন পরিচালক হিসাবে নিয়োগ পাওয়া গ্রিম স্মিথ এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) পূর্ণকালীন হিসেবে নিয়োগ পাওয়ার পরই এ ঘোষণা দেন দেশটির সাবেক এ টেস্ট অধিনায়ক।

স্মিথ বলেন, ডি কক হবেন আমাদের (দক্ষিণ আফ্রিকার) সাদা বলের অধিনায়ক। কাজের চাপ এবং মানসিক দিক থেকে আমরা তাকে সতেজ রাখতে চাই।

তিনি আরও বলেন, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি জানি যে, ক্রিকেটের তিন ফরম্যাটে অধিনায়কত্ব করা চ্যালেঞ্জপূর্ণ এবং আমরা তাকে অতিরিক্ত চাপ দিতে চাই না।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ফাফ ডু প্লেসিস নেতৃত্ব ছেড়ে দেয়ার পর ওয়ানডে আর টি-টোয়েন্টিতে অধিনায়ক করা হয় ডি কককে। টেস্টেও তিনিই নেতৃত্বে আসবেন, এমনটা ধারণা করা হচ্ছিল। তবে তা নাকোচ করে দিয়েছেন বোর্ড পরিচালক গ্রায়েম স্মিথ। তাহলে কে হচ্ছেন দক্ষিণ আফ্রিকার পরবর্তী টেস্ট অধিনায়ক। এমন প্রশ্ন অনায়াসেই চলে আসে।

কে হবেন পরবর্তী টেস্ট অধিনায়ক তা নিয়ে মুখ খুলেননি বোর্ড পরিচালক গ্রায়েম স্মিথ। তবে গুঞ্জন রয়েছে বেশ কয়েকজনকে নিয়ে। শোনা যাচ্ছে টেম্বা বাভুমা, এইডেন মার্করাম কিংবা ডিন এলগারদের মাঝে কেউ একজন পেতে পারেন টেস্ট অধিনায়কের দায়িত্ব।

স্মিথ বলেন, আমি আপনাদের বলব না কে হবে। এটা নিয়ে আমরা আলোচনা করছি। এই মুহূর্তে কাউকেই আপনারা আলাদা করে চিহ্নিত করতে পারবেন না যে সে-ই হবে। আমাদের মাথায় কয়েকজন খেলোয়াড় আছে। যখন আমরা ক্রিকেট খেলব, দেখা যাবে কে এই জায়গার জন্য যোগ্য।’


শেয়ার করুন :


আরও পড়ুন

পূর্ণকালীন পরিচালকের দায়িত্বে গ্রায়েম স্মিথ

পূর্ণকালীন পরিচালকের দায়িত্বে গ্রায়েম স্মিথ

ডি ভিলিয়ার্সের স্বপ্নে করোনা বাধা

ডি ভিলিয়ার্সের স্বপ্নে করোনা বাধা

দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নেই স্টেইন

দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নেই স্টেইন

প্রোটিয়া মেয়েদের সফর বাতিল করলো অস্ট্রেলিয়া

প্রোটিয়া মেয়েদের সফর বাতিল করলো অস্ট্রেলিয়া